thebengalpost.net
পথনাটক (প্রতীকী ও সংগৃহীত):

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের (১৯২৫-২০১১) থার্ড থিয়েটারের ধাঁচেই মানুষের মাঝে, মানুষের কথা বলার এক অনন্য প্রচেষ্টা ‘পথনাটক’ বা ‘পথনাটিকা’। এবার, শহর মেদিনীপুরের ‘তরুণ থিয়েটার’ এর উদ্যোগে জেলা শহরের চৌ-রাস্তার মোড়ে তিন দিন ধরে আয়োজিত হবে ‘পথনাটিকা উৎসব’। মানুষের মাঝে, মানুষের কথা তথা সমাজের কথা নিয়ে মেদিনীপুর শহরের পঞ্চুরচকে আগামী ১৮ থেকে ২০ জুলাই, তিন দিনে মোট ৪টি পথনাটিকা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬‌-টায় এই নাটকগুলি উপস্থাপন করবেন মেদিনীপুর শহরেরই শিল্পীরা। তরুণ থিয়েটারের উদ্যোগে বা প্রযোজনায় এই নাটকগুলি উপস্থাপিত হবে বা অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের একটি বেসরকারি আবাসনে।

thebengalpost.net
রবিবারের সাংবাদিক বৈঠক:

‘মূল্য ফেরত’, ‘ভয়’, ‘গাছ কথা’ ও ‘পাহারাদার’ নামে চারটি সমাজ সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ থেকে ২০ জুলাই। রবিবারের সাংবাদিক বৈঠকে তরুণ থিয়েটারের সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু জানান, ‘মূল্য ফেরত’-এ বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্যতা তুলে ধরা হয়েছে। আবার, ‘ভয়’-তে ডাইনি প্রথার বীভৎসতার দিকটি ফুটে উঠেছে। ‘পাহারাদার’ ও ‘গাছ কথা’ মনুষ্য জীবনে সবুজ-প্রকৃতির তাৎপর্য বা গুরুত্ব তুলে ধরেছে। মানুষের সবথেকে বড় ‘বন্ধু’ তথা ‘পাহারাদার’ হল গাছ। সেই ‘গাছের কথা’ই উঠে এসেছে এই দু’টি নাটকে। এদিনের সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎ কুন্ডু ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ থিয়েটারের সভাপতি সত্যব্রত দোলই, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সমাজসেবী ও উদ্যোগপতি বজরঙ্গ লাল আগরওয়াল, বিশিষ্ট আইনজীবী শান্তি কুমার দত্ত, শিক্ষক ও গবেষক অরুনাংশু দে প্রমুখ। তাঁরা বলেন, তরুণ থিয়েটার এর আগেও সমাজ আর ইতিহাসের ‘জ্বলন্ত দলিল’ স্বরূপ একাধিক নাটক মঞ্চস্থ করেছে। এবার আর চার দেওয়ালে ঘেরা মঞ্চ নয়; মানুষের মাঝে, খোলা আকাশের নিচে সমাজের জ্বলন্ত সমস্যার কাহিনীগুলিই তুলে ধরা হবে।

thebengalpost.net
পথনাটক (প্রতীকী ও সংগৃহীত):