দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা (SLST- State Level Selection Test) নেওয়ার দাবিতে মেদিনীপুর শহরে চাকরিপ্রার্থীরা অবস্থান-বিক্ষোভে সামিল হলেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় হাজারখানেক চাকরিপ্রার্থী এদিন জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়ে দাবি তোলেন, “তথ্যের অধিকার আইন এবং শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজ্যের সমস্ত স্কুল মিলিয়ে প্রায় ৮৭ হাজার শূন্যপদ আছে। তা পূরণ করার জন্য অবিলম্বে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে, SLST পরীক্ষা নেওয়া হোক। রাজ্য সরকার একটা পরীক্ষা নিয়ে নিয়োগ করতে করতেই ৫-৬ বছর কাটিয়ে দিচ্ছে! শিক্ষিত বেকারদের প্রতি এই বঞ্চনা থেকে অবিলম্বে মুক্তি দিন জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
প্রসঙ্গত, ২০১৬ সালের পর রাজ্যে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ। রাজ্যে প্রায় ৮৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে বিভিন্ন স্কুলে। এমনটাই দাবি তুলে আন্দোলনকারীরা আজ জেলা শহর মেদিনীপুরে মিছিল করেন এবং জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হোক, সেই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থানে বসেন তাঁরা। জেলাশাসকের কাছে লিখিত ডেপুটেশনও দেওয়া হয়।