Natural Disaster

গভীর রাতের ‘মিনি টর্নেডো’ তে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের গ্রাম! জেলায় বন্যা দুর্গত সাড়ে ৬ লক্ষ, মৃত্যু ১৫ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: নিম্নচাপের দুর্যোগের মধ্যেই মাত্র কয়েক সেকেন্ডের ‘মিনি টর্নেডো’ তছনছ করে দিয়ে চলে গেল একটা গোটা গ্রামকে! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের কলাইকুন্ডা ১ নং অঞ্চলের অন্তর্গত অন্তর্গত পূর্ব আম্বা গ্রামে। নিম্নচাপের কারণে, নাগাড়ে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। মঙ্গলবার গভীর রাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল। আর, সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ রাত্রি দু’টো – আড়াইটা নাগাদ পূর্ব আম্বা গ্রামে একটি মিনি টর্নেডো (Mini Tornado) বয়ে যায়! মাত্র কয়েক সেকেন্ডেই এলাকা তছনছ করে দিয়ে চলে যায় এই মিনি টর্নেডো। প্রায় ৭০-৭৫ টি মাটির বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে গ্রামবাসীদের দাবি। রাস্তা ও ঘরবাড়ির উপর বড় বড় গাছ পড়েছে। জলমগ্ন এলাকা আরও বিপর্যস্ত হয়েছে। বুধবার সকালেই বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক দীনেন রায়। তিনি বলেন, “ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ চলছে। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই গতকাল রাতে একটি স্বল্প সময়ের ঝড় এই এলাকার উপর দিয়ে বয়ে যায়। বেশকিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার উপর গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এলাকাবাসীর পাশে থাকার জন্য আমরা পৌঁছেছি।” অন্যদিকে, শিক্ষক ও পরিবেশবিদ ড. শুভেন্দু ঘোষ জানিয়েছেন, “বায়ুচাপের হঠাৎ করে তারতম্য হলে, মিনি টর্নেডো হতে পারে। ঘূর্ণাবর্ত বা সাইক্লোনের ফলে বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্য হয়। ফলে, খুব স্বল্প সময়ের জন্য মিনি টর্নেডো বা এই ধরনের স্বল্পস্থায়ী অথচ ভয়ঙ্কর ঝড় বয়ে যেতে পারে।” (এ নিয়ে বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে আমরা আলোচনা করব।)

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বন্যাকবলিত জেলায় ইতিমধ্যে ৬ লক্ষ ২৮ হাজার ২৩১ জন মানুষ বানভাসি হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৬ হাজার ৩৬২ টি বাড়ি। জেলায় এই ক’দিনের প্রাকৃতিক বিপর্যয় বা বন্যার ফলে ১৫ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে, দেওয়াল চাপা পড়ে ৭ জনের এবং জলে তলিয়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। জেলা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজারের বেশি ত্রিপল বিলি করা হয়েছে। ৬৯ টি স্পিডবোট ব্যবহৃত হচ্ছে। সবং, পিংলা, নারায়ণগড়, ডেবরা, কেশপুর, খড়্গপুর ১ এবং মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

এলাকায় বিধায়ক দীনেন রায় :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago