Nature and Environment

রাজ্যের মধ্যে প্রথম! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দূষণ পরিমাপক ব্যবস্থার উদ্বোধন, গেটের সামনেই ডিসপ্লে বোর্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: সমৃদ্ধির পথে আরও একধাপ এগিয়ে গেল প্রত্যন্ত জঙ্গলমহলে অবস্থিত ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়’! পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) রাজ্যের মধ্যে প্রথম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই “দূষণ পরিমাপক ব্যবস্থা এবং দূষণ নির্দেশক স্বয়ংক্রিয় বোর্ড” এর প্রতিষ্ঠা করল। রবিবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিবসের শুভক্ষণে এই দূষণ পরিমাপক ব্যবস্থার উদ্বোধন করলেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যান রুদ্র। তিনি জানালেন, “এই ব্যবস্থায় বাতাসে বা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ, তাপমাত্রা যেমন বোঝা যাবে, ঠিক তেমনই বাতাস দূষণের পরিমাণ অর্থাৎ ক্ষতিকারক উপাদান গুলির পরিমাণ সম্বন্ধেও জানা যাবে। একইসঙ্গে, নয়েজ পলিউশন বা শব্দ দূষণ সম্পর্কেও জানা যাবে।” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের (মেন গেটের) একেবারে সামনেই লাগানো বিশাল মাপের স্বয়ংক্রিয় ডিসপ্লে বোর্ড (দূষণ নির্দেশক বোর্ড) এ সমস্ত তথ্য ফুটে উঠবে। তা শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গবেষক-গবেষিকা, অধ্যাপক-অধ্যাপিকারাই নয়, ওই পথ দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষই দেখতে পাবেন। রাজ্যের মধ্যে প্রথম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই এই ব্যবস্থার উদ্বোধন হলো বলে ড. রুদ্র জানিয়েছেন।

উদ্বোধন হল দূষণ পরিমাপক ব্যবস্থার :

উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে দূষণ নির্দেশক স্বয়ংক্রিয় বোর্ড এবং সার্বিক এই ব্যবস্থার উদ্বোধন হলো রবিবার। ওই বোর্ড লাগানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ন্যাক (NAAC) এর দল পরিদর্শন (১৫-১৭ সেপ্টেম্বর) করতে আসার আগেই। তবে, বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিনই এই ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যান রুদ্র। তিনি জানিয়েছেন, “রাজ্যে মোট ১৫০ টি জায়গায় এই ব্যবস্থা এবং এই বোর্ড লাগানোর পরিকল্পনা করা হয়েছে। তবে, ৩০- টির কাজ সম্পূর্ণ হয়েছে। প্রথম উদ্বোধন হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েরটি। এর ফলে, বাতাসের গুণগতমান আপনারা জানতে পারবেন এবং সেই মতো নিজেদের জীবনযাপন প্রণালী বা পরিবেশের প্রতি আপনাদের কর্তব্য নির্ধারণ করতে পারবেন। কারণ, আপনারা শিক্ষিত প্রজন্ম, আপনারাই সমগ্র সমাজকে পথ দেখাতে পারবেন এবং শহরবাসীকে সচেতন করতে পারবেন।” তিনি জানিয়েছেন, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ড. রুদ্র একসময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এদিন, সেই কথা তিনি নিজেই উল্লেখ করে, স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়ে যান। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, প্রখ্যাত সংগীতশিল্পী তথা এদিনই বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত প্রতুল মুখোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের ডিন ড. সত্যজিৎ সাহা, কলা ও বাণিজ্য বিভাগের ডিন ড. তপন কুমার দে সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, গবেষক ও আধিকারিক গণ।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনেই বসেছে দূষণ নির্দেশক বোর্ড :

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

7 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

11 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

21 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago