শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: আর.জি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়-কে নিয়ে যখন গোটা রাজ্য তথা দেশ উত্তাল; সেই আবহেই এবার পশ্চিম মেদিনীপুরের এক সিভিক ভলেন্টিয়ার অত্মঘাতী হলেন! ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় এলাকায়! মৃত সিভিক কর্মী সবং থানায় কর্মরত ছিলেন। তাঁর নাম কার্তিক চন্দ্র মন্ডল। বয়স আনুমানিক ৩৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কার্তিক ও তাঁর স্ত্রী-র মধ্যে বনিবনা হচ্ছিল না! অশান্তি হচ্ছিল মাঝেমধ্যেই। রবিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়।
জানা যায়, ঝগড়ার সময় রাগের বশে কার্তিক বাড়িতেই বিষপান করেন। এরপর তড়িঘড়ি তাঁকে প্রথমে মোহাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবং হাসপাতালেই ওই সিভিক কর্মীর মৃত্যু হয়! ঘটনায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে এলাকায়। কার্তিকের এই আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত সবং থানার পুলিশ তথা তাঁর সহকর্মীরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।