thebengalpost.net
তদন্তে নেমেছিল রেল পুলিশ:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাখরাবাদের কাছে ২০ নম্বর রেলগেট বা তেগেগড়িয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন থেকে এক যুবকের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ! শুক্রবার ভোররাতে বাখরাবাদের তেগেগড়িয়া লেভেল ক্রসিংয়ের কাছে আপ লাইন থেকে ক্ষতবিক্ষত তথা কোমর থেকে দু’টুকরো অবস্থায় ওই মৃতদেহটি উদ্ধার হয়। ওই যুবকের নাম পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে, বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে বলে সূত্রের খবর! ঘটনার পরই তদন্তে নেমেছে রেল পুলিশ। শুক্রবার ভোর থেকে ওই এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি!

thebengalpost.net
এই রেল গেট সংলগ্ন লাইন থেকেই দেহ উদ্ধার হয়:

উল্লেখ্য যে, শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৩-টা নাগাদ আপ-লাইন দিয়ে যাওয়া এক ট্রেনের চালক বস্তাবন্দী ওই দেহটি দু’টুকরো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই নিকটবর্তী বেলদা স্টেশনে খবর দেন। এরপরই, রেল পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পরই খড়গপুর থেকে রেল পুলিশের আধিকারিকরা ছুটে যান বেলদার বাখরাবাদের কাছে ২০ নম্বর রেলগেট বা তেগেগড়িয়া লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায়। বস্তা খুলে দেখেন এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ! DSP নবেন্দু দে-র নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মীরাও সেখানে পৌঁছন। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই যুবককে খুন করে, রেললাইনের উপরে ফেলে দিয়ে গেছে। এরপর স্নিফার ডগ বা পুলিশ কুকুর দিয়ে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করা হয় রেল পুলিশের তরফে। তবে, এখনও পর্যন্ত যুবকের নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ!