দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: “অন্যের ঘাড়ে দোষ চাপানোটা ওনার স্বভাব হয়ে গেছে। দশ বছর ধরে উনি কি করছিলেন! একটু বৃষ্টিতেই কলকাতা ডুবে যাচ্ছে, আর উনি ঘাটাল-খানাকূলকে বাঁচাবেন কি করে? বিভিন্ন প্রকল্পে শত শত – হাজার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে, সেগুলো কি ভাইয়েদের পেটে গেল! মানুষের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। মানুষ মরছে, আর ওনারা প্রতি বছর ছবি তুলতেই ব্যস্ত!” ঘাটালের বন্যা পরিদর্শনে যাওয়ার আগে, শনিবার খড়্গপুরের হিজলি স্টেশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে এভাবেই কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

thebengalpost.in
হিজলি স্টেশনে দিলীপ ঘোষ :

শনিবার কেলেঘাই-কপালেশ্বরী নিয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া- কেও আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “কেলেঘাই-কপালেশ্বরী’র নাম করে কেন্দ্রের কাছ থেকে ২২৫ কোটি টাকা নিয়ে এসেছিলেন উনি! সেই টাকা কোথায় গেল? এখন তো আর নদীটাই দেখা যাচ্ছে না।” ঘাটালের সংসদ দেবের ভূমিকারও এদিন সমালোচনা করেন দিলীপ।