Paschim Medinipur

Job Fair: জেলা প্রশাসনের উদ্যোগে ‘জব ফেয়ার’-র মাধ্যমে কাজ পেলেন পশ্চিম মেদিনীপুরের পাঁচ শতাধিক ছেলেমেয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন সংস্থায় কাজের উপযুক্ত করে গড়ে তোলা হয়। তারপর বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তরা কাজ পান বা চাকরি পান। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর মেদিনীপুরে এই প্রশিক্ষণপ্রাপ্তদের কাজ দেয়ার জন্য ‘জব ফেয়ার’ বা ‘কাজ মেলা’-র আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরের উপকন্ঠে রাঙামাটিতে অবস্থিত গভর্মেন্ট আইটিআই-তে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের মধ্য থেকে এদিন প্রায় ৫৪৪ জন ছেলেমেয়েকে চাকরির অফার দিয়েছে বিভিন্ন সংস্থা। এই পাঁচ শতাধিক কর্মপ্রার্থীর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া প্রমুখ।

অফার লেটার তুলে দিলেন জেলাশাসক:

বিজ্ঞাপন (Advertisement):

জেলাশাসক জানান, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ‘উৎকর্ষ বাংলা’ পোর্টালে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হয়। তারপর, তাদের বিভিন্ন আইটিআই (ITI)-তে প্রশিক্ষণ দেওয়া হয় বা কোর্স করানো হয়। আর, কোর্স বা প্রশিক্ষণ শেষে বিভিন্ন কোম্পানি বা সংস্থায় কাজের সুযোগ করে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত গভর্মেন্ট আইআইটি (সরকারি আইটিআই)-তে এমনই ৬৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে। তাঁদের মধ্যেই সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪৪ জন কাজের সুযোগ পেলেন বা অফার পেলেন বিভিন্ন সংস্থায়। যেমন, খড়্গপুর গ্রামীণের এক তরুণী টেলারিংয়ের প্রশিক্ষণ নেওয়ার পর একটি বস্ত্র কারখানায় কাজ পেয়েছেন। তাঁর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। মেদিনীপুর গভর্মেন্ট আইটিআই-র অধ্যক্ষ তাপস ঘোড়ই বলেন, “উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ রয়েছে। কোর্স শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সরাসরি কাজের সুযোগ করে দেওয়া হয়। এদিন ‘জব ফেয়ার’ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক ছেলেমেয়ের হাতে চাকরির অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।”

বিজ্ঞাপন:

Advertisement (বিজ্ঞাপন):
News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago