Paschim Medinipur

Paschim Medinipur: মাঠেই পড়ে ৫ বিঘা জমির পাকা ধান, কাটা যাবেনা অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া! প্রবীণ তৃণমূল কর্মীর অভিযোগে উত্তাল পশ্চিম মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: প্রবীণ তৃণমূল কর্মীর পাকা ধান ঘরে তুলতে দিচ্ছেন না দলেরই অঞ্চল সভাপতি! উল্লেখ্য যে, দু’জনই শাসকদল তৃণমূল কংগ্রেসের অনুগত কর্মী। একজনের দাবি, “সেই ‘৯৮ সাল থেকে দলটা করছি। যখন এই গ্রামে কেউ তৃণমূল করার সাহস পেত না, তখন থেকে আমরা দল করছি। সেটাই কি তাহলে অপরাধ?” অপরজন দলের বর্তমান অঞ্চল সভাপতি। তাঁর বিরুদ্ধেই এই ‘আজব ফতোয়া’ জারি করার অভিযোগ এনেছেন দলের প্রবীণ কর্মী। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে, বিষয়টিকে ‘হাস্যকর’ বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী ৩ নং অঞ্চলের সিদাডিহি গ্রামের। গ্রামের বর্ধিষ্ণু কৃষক তথা দলের প্রবীণ কর্মী চিরঞ্জীব খানের অভিযোগ, গত একমাস ধরে তাঁকে প্রায় পাঁচ বিঘা জমির ধান কাটতে দিচ্ছেন না তাঁরই দলের (তৃণমূলের) অঞ্চল সভাপতি অসিত ঘোষ। কারণ, ধান কাটার আগে তাঁর অনুমতি নিতে হবে! আর তিনি অকারণে নতি-স্বীকার করতে রাজি নন। তাই, মাঠেই পড়ে পাকা ধান!

মাঠেই পড়ে পাকা ধান:

চিরঞ্জীব খানের আরও অভিযোগ, বারবার ধান কাটার মেশিন নিয়ে এলেও অঞ্চল সভাপতির হুমকিতে তারা ভয়ে পালিয়ে যায়। প্রতি বছর ধান কাটার সময় এলেই এই ধরনের সমস্যা তৈরি করা হয় বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। সারা বছর ধরেই এক প্রকার মানসিক ‘নির্যাতন’ করার অভিযোগও এনেছেন তিনি! এই বিষয়ে শালবনী ব্লক তৃণমূল, শালবনী থানা থেকে শুরু করে দলের জেলা সভাপতি ও জেলা পুলিশ-প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। শালবনী থানায় একটি GD-ও করেছেন। তবে, কোনো লাভ হয়নি বলে দাবি তাঁর। রবিবার এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি নেপাল সিংহ জানিয়েছেন, “এরকম একটা অভিযোগ পাওয়ার পরই দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে উনি সম্ভবত কিছুটা ধান কাটতে পেরেছেন। বাকিটা কেন কাটতে পারেননি, আমরা খোঁজ নিচ্ছি।” চিরঞ্জীব বাবুও জানিয়েছেন, তিনি অনেক কষ্টে আড়াই বিঘা জমির ধান কাটতে পেরেছেন। বাকি পাঁচ বিঘা জমির ধান কাটতে দেওয়া হয়নি। তা এখন ঝরে ঝরে মাটিতে পড়ছে!

রবিবার দুপুরে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজারা জানান, “উনি দলের জেলা কার্যালয়ে এসেছিলেন। আমার সাথে কথা বলে গেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, অভিযোগ অনেকাংশেই সত্য। এগুলো আমাদের দলবিরোধী কাজ। উনি তৃণমূল কর্মী বলেই নয়, অন্য দলের কর্মী হলেও এসবকে মান্যতা দেয় না দল। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ও এই সমস্ত কাজ বরদাস্ত করেন না। আমি শনিবারই এই বিষয়ে নির্দেশ দিয়েছি। আশা করছি উনি ধান কাটতে পারবেন। আগামীকালের মধ্যে যদি কোন সুরাহা না হয়, আমি নিজে উদ্যোগ নেব।” যদিও, এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শালবনী ৩ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ। তিনি বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ! অন্যদিকে, শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে, ওঁদের মধ্যে দীর্ঘদিনের কোন পারিবারিক বিবাদ বা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে! এর সঙ্গে দলকে যুক্ত করা ঠিক নয়। এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি, “সম্ভবত দলেরই কর্মী, ওই কৃষকের কাছে অঞ্চল সভাপতি কাটমানি চেয়েছিলেন। দেয়নি বলেই একঘরে করে রাখা হয়েছে। আমরা তো আগেই বলেছি, এই দলে নিজেদের কর্মীরাও কাটমানির হাত থেকে রেহাই পায়না!”

অভিযোগের তীর তৃণমূল অঞ্চল সভাপতির দিকে:

News Desk

Recent Posts

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

3 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

7 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago