Passed Away

মেদিনীপুরের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ‘মানবদরদী’ সত্যশঙ্কর গোস্বামী প্রয়াত হলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: জেলা শহর মেদিনীপুর তথা সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, মানবদরদী এবং সুউচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ড. সত্যশঙ্কর গোস্বামী প্রয়াত হলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩। তিনি অবিভক্ত মেদিনীপুরের সুপ্রাচীন শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। অবসরের পর, তাঁর শিক্ষা-জ্ঞান-প্রজ্ঞা ও মানবপ্রেমের আলোয় আলোকিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিশাল অংশ। তাই শুধু অধ্যাপক বা অধ্যক্ষ নন, তিনি তাঁর উর্ধ্বে উঠে অনেকের কাছেই হয়ে উঠেছিলেন একজন সাক্ষাৎ গুরুদেব তুল্য মানুষ! পরিচিত ছিলেন কানাই গোস্বামী নামে। তাঁর সান্নিধ্যে নিজেদের সমৃদ্ধ করেছেন শিক্ষা ও সমাজ জগতের হাজার হাজার মানুষ। সেই সত্যশঙ্কর গোস্বামী বার্ধক্যজনিত কারণে, রবিবার সকালে প্রয়াত হয়েছেন জেলা শহর মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর প্রয়াণে শোকাহত জেলার শিক্ষানুরাগী থেকে শুরু করে তাঁর অগণিত ভক্ত বৃন্দ।

ড. সত্যশঙ্কর গোস্বামী (৮৩) :

উল্লেখ্য যে, প্রথমে অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার পর, ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কার্যভার সামলেছেন সাফল্যের সাথে। তারপরও, বহু বছর ধরে তিনি এই কলেজের একজন পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষী হিসেবে যুক্ত থেকেছেন। শিক্ষক শিক্ষণ কলেজের অধ্যাপক হওয়ার সুবাদে অর্জন করেছিলেন, ‘মনস্তত্ত্ব’ ও মানবিক আচার-আচরণ সম্পর্কিত সুগভীর জ্ঞান ও অভিজ্ঞতা। ড. গোস্বামী তাঁর সেই জ্ঞান, উপলব্ধি ও মানবপ্রেম বিকশিত করার চেষ্টা করে গেছেন আজীবন। কর্মসূত্রে থাকতেন মেদিনীপুর শহরে, তবে কেশপুর ব্লকের আনন্দপুর ছিল তাঁর জন্মভূমি। পরবর্তী সময়ে সেখানেই গড়ে তুলেছিলেন একটি ‘আশ্রম’ (কালাচাঁদের আশ্রম)। অগণিত ভক্তবৃন্দের সঙ্গে সেখানে তিনি মিলিত হয়ে ভাব বিনিময় করতেন। তাঁদের কাছে তিনি ছিলেন ‘গুরুদেব’। শোকার্ত তাঁর সেই ভক্তকূলও! সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৭ অক্টোবর) সকালে তাঁর প্রয়াণ হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। দুপুরে তাঁর প্রাণহীন দেহ ভিটিটি (VTT) কলেজে নিয়ে যাওয়া হয় শোকজ্ঞাপনের উদ্দেশ্যে। তারপর, তাঁর দেহ পৌঁছয় আনন্দপুরে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে।

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

31 mins ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago