Passed Away

মেদিনীপুরের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ‘মানবদরদী’ সত্যশঙ্কর গোস্বামী প্রয়াত হলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: জেলা শহর মেদিনীপুর তথা সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, মানবদরদী এবং সুউচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ড. সত্যশঙ্কর গোস্বামী প্রয়াত হলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩। তিনি অবিভক্ত মেদিনীপুরের সুপ্রাচীন শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। অবসরের পর, তাঁর শিক্ষা-জ্ঞান-প্রজ্ঞা ও মানবপ্রেমের আলোয় আলোকিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিশাল অংশ। তাই শুধু অধ্যাপক বা অধ্যক্ষ নন, তিনি তাঁর উর্ধ্বে উঠে অনেকের কাছেই হয়ে উঠেছিলেন একজন সাক্ষাৎ গুরুদেব তুল্য মানুষ! পরিচিত ছিলেন কানাই গোস্বামী নামে। তাঁর সান্নিধ্যে নিজেদের সমৃদ্ধ করেছেন শিক্ষা ও সমাজ জগতের হাজার হাজার মানুষ। সেই সত্যশঙ্কর গোস্বামী বার্ধক্যজনিত কারণে, রবিবার সকালে প্রয়াত হয়েছেন জেলা শহর মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর প্রয়াণে শোকাহত জেলার শিক্ষানুরাগী থেকে শুরু করে তাঁর অগণিত ভক্ত বৃন্দ।

ড. সত্যশঙ্কর গোস্বামী (৮৩) :

উল্লেখ্য যে, প্রথমে অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার পর, ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কার্যভার সামলেছেন সাফল্যের সাথে। তারপরও, বহু বছর ধরে তিনি এই কলেজের একজন পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষী হিসেবে যুক্ত থেকেছেন। শিক্ষক শিক্ষণ কলেজের অধ্যাপক হওয়ার সুবাদে অর্জন করেছিলেন, ‘মনস্তত্ত্ব’ ও মানবিক আচার-আচরণ সম্পর্কিত সুগভীর জ্ঞান ও অভিজ্ঞতা। ড. গোস্বামী তাঁর সেই জ্ঞান, উপলব্ধি ও মানবপ্রেম বিকশিত করার চেষ্টা করে গেছেন আজীবন। কর্মসূত্রে থাকতেন মেদিনীপুর শহরে, তবে কেশপুর ব্লকের আনন্দপুর ছিল তাঁর জন্মভূমি। পরবর্তী সময়ে সেখানেই গড়ে তুলেছিলেন একটি ‘আশ্রম’ (কালাচাঁদের আশ্রম)। অগণিত ভক্তবৃন্দের সঙ্গে সেখানে তিনি মিলিত হয়ে ভাব বিনিময় করতেন। তাঁদের কাছে তিনি ছিলেন ‘গুরুদেব’। শোকার্ত তাঁর সেই ভক্তকূলও! সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৭ অক্টোবর) সকালে তাঁর প্রয়াণ হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। দুপুরে তাঁর প্রাণহীন দেহ ভিটিটি (VTT) কলেজে নিয়ে যাওয়া হয় শোকজ্ঞাপনের উদ্দেশ্যে। তারপর, তাঁর দেহ পৌঁছয় আনন্দপুরে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago