দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ‘নাইট কার্ফিউ’ (জরুরি পরিষেবা ছাড়া) বাড়ানো হয়েছে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত। উদ্দেশ্যহীন বা অকারণ ঘোরাফেরা বন্ধ আছে এই সময়। নিয়ম না মানলে, বিপর্যয় মোকাবিলা আইনে শাস্তির বিধানও দেওয়া হয়েছে। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে জেলা শহর মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতেই রাত্রি ৯ টার পর চলছে পুলিশি অভিযান। শুক্রবার রাতে মেদিনীপুর শহরে ফের ধরপাকড় চালালো কোতোয়ালী থানার পুলিশ। শহরের গোলকুঁয়াচক থেকে এদিন অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। আটক করা হয়েছে অন্তত ১৫ টি বাইক। নাইট কারফিউ ভেঙে অকারণে ঘোরাফেরা করায় তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ধৃতদের জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.in
গোলকুঁয়াচকে পুলিশের ধরপাকড় :

অন্যদিকে, গত দুই দশকের মধ্যে সবথেকে বড় প্লাবনের মুখে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা। ৩ টি মহকুমারই বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জেলা পুলিশ। সঙ্গে আছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF) বাহিনীও। দুর্গত মানুষদের সাহায্যার্থে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি “হেল্পলাইন নম্বর”-ও দেওয়া হয়েছে। এই মোবাইল নম্বর-টি হল- ৮০০১০০৭৮৬৭ (8001007867)। যেকোনো বিপদে পড়লে, এই হেল্পলাইনে ফোন করার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। অন্যদিকে, জেলায় এখনও পর্যন্ত ২১০ টিরও বেশি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বর :