দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলির নির্দেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিনহাকে পাঠানো হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করে। ঝাড়গ্রামের এসপি হচ্ছেন মানব সিংলা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করা হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ (আইবি)-এর স্পেশাল সুপারিন্টেনডেন্ট (এসএস)-করে। পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি। তিনি বারুইপুর পুলিশ জেলার এসপি ছিলেন। পশ্চিম মেদিনীপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হচ্ছেন সৌতম ব্যানার্জী। তিনি বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ছিলেন। সুতরাং, বারুইপুর থেকেই এসপি এবং অ্যাডিশনাল এসপি দু’জনই আসছেন পশ্চিম মেদিনীপুরে।


অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পিনাকী দত্তকে পাঠানো হচ্ছে বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) করে। এছাড়াও, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য বাঁকুড়া জেলার পুলিশ সুপার হিসাবে বদলি হয়েছেন। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি পুরুলিয়ার এসপি হিসেবে বদলি হয়েছেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হচ্ছেন মিতুন কুমার দে। ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) থাকাকালীন তাঁর কিছু সাহসী মন্তব্যের জন্য সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে এখনও কারুর নাম ঘোষণা না করায়, বিভিন্ন মহলেই একাধিক গুঞ্জন সৃষ্টি হয়েছে।












