দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ এপ্রিল: পানের অযোগ্য জলকেই বোতলবন্দী করে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ (Packaged Drinking Water) বা মিনারেল ওয়াটারের নাম দিয়ে চালানো হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ট্রেন এবং স্টেশন গুলিতে। কোনরকম অনুমোদন ছাড়াই ওই সমস্ত জলের বোতলে নানা রকম স্টিকার লাগিয়ে এবং সিল করে তা বিক্রি করা হচ্ছে প্রতিষ্ঠিত বা নামকরা কোম্পানিগুলির জলের বোতলের দামেই। অনেক সময় আবার তার থেকে বেশি দামেও বিক্রি করার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। শনিবার হঠাৎ করেই খড়্গপুর ডিভিশনের হিজলী স্টেশনের কমার্শিয়াল ইন্সপেক্টর এবং বালাশোর (Balasore/বালেশ্বর) এর টিকিট পরীক্ষক দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন এই ধরনের অনুমোদনহীন জলের বোতল বিক্রি করার জন্য। ট্রেন নং ২২৬০৫ থেকে ৩০ বাক্স এরকম প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাজেয়াপ্তও করা হয়েছে এই অভিযানে। পরে তাদের নির্দিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে বলে খড়্গপুর ডিভিশন সূত্রে জানা গেছে।

thebengalpost.net
বোতলবন্দী জল বাজেয়াপ্ত:

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ট্রেনে অস্বাস্থ্যকর খাবার দাবার এবং পানের অযোগ্য পানীয় জল বোতল বন্দী করে বিক্রি করার অভিযোগ উঠছিল। খড়্গপুর ডিভিশনের তরফে তাই এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শনিবার ব্যবস্থা নেওয়া হল হঠাৎ করেই। একইসঙ্গে যে সকল ভেন্ডররা ইউনিফর্ম এবং আইডি কার্ড ছাড়াই ব্যবসা করছিলেন, তাঁদেরও সতর্ক করা হয় এদিন। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, “এইভাবে অস্বাস্থ্যকর ও অনুমোদনবিহীন খাবার ও পানীয় জল বিক্রি করার বিরুদ্ধে খড়্গপুর ডিভিশনের তরফে আজ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”

thebengalpost.net
বাজেয়াপ্ত করল খড়্গপুর ডিভিশন: