দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ হয়ে এবার জঙ্গলমহলেও সেঞ্চুরি করলো পেট্রোল! আজ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সাধারণ পেট্রোলের দাম (পাওয়ার নয়) লিটার প্রতি ১০০.২০ থেকে ১০০.৩০ টাকা অবধি বা আরও ২-১ পয়সা বেশি। ডিজেলের দাম ৯২.৬৪ থেকে ৯২.৭৫ পর্যন্ত। দেশের অন্য রাজ্য তথা বিভিন্ন মেগা সিটি’তে আগেই সেঞ্চুরি করেছিলো পেট্রোল। এবার, প্রত্যন্ত জঙ্গলমহলবাসীকেও এই প্রথম ১ লিটার পেট্রোল কিনতে হলো ১০০ টাকা দিয়ে। স্বাভাবিকভাবেই জ্বালানি কিনতে গিয়ে মাথায় আগুন আপামর জঙ্গলমহল বাসী থেকে শুরু করে দেশের প্রতিটি আম-আদমির। কবে দাম কমবে? সদুত্তর নেই! একটাই অজুহাত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে তাই! সঙ্গে রাজ্যের ভর্তুকি। কিন্তু, সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে তখন তো কেন্দ্র ও রাজ্য উভয়ই ট্যাক্স কিছুটা অন্তত কমাতে পারে? পশ্চিমবঙ্গে লিটার-প্রতি ১ টাকা কমানো হয়েছে একবার, কেন্দ্র সরকার অবশ্য এ নিয়ে ভ্রুক্ষেপ করেনি এখনও পর্যন্ত। বিরোধীদের আন্দোলনেও লাভ হয়নি কিছুই। তাই, জ্বালানি কিনতে গিয়ে আপাতত জ্বলতেই হবে সাধারণ মানুষ’কে।

thebengalpost.in
পেট্রোলের সেঞ্চুরি :

এদিকে, অতিমারীর মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি’তে পরিবহন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সর্বোপরি, পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে বাজারের প্রায় প্রতিটি জিনিসই ক্রমেই অগ্নিমূল্য হয়ে যাচ্ছে! ইতিমধ্যে, পোস্তর কেজি প্রতি দাম ২০০০ ছুঁয়েছে। বাঙালি তাদের প্রিয় নিরামিষ পদ প্রায় বিসর্জন দিয়ে দিয়েছে! ভোজ্য তেল লিটার প্রতি ১৫০ থেকে ২০০’র আশেপাশে। ডাল কেজি প্রতি ৭০ থেকে ১০০। দাম বেড়েছে মাজ-মাংস-ডিম থেকে শাকসবজি কিংবা ওষুধপত্রের। সঙ্গে বেকারত্ব থেকে কাজ হারানো সবকিছুই আছে! সবমিলিয়ে, হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে, চোখে জল নিয়ে ফিরছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালি তথা সমগ্র দেশবাসীই। সকলেরই কাতর আবেদন, “আচ্ছে দিন” নয় দয়া করে আমাদের “সুদিন” ফিরিয়ে দিন!

thebengalpost.in
পেট্রোল ১০০ টাকা পেরিয়ে গেলো জঙ্গলমহলেও :