Recent

Midnapore: “এই আলু আমাদের রাজ্যে কেউ খাবে না!” পিড়াকাটাতে গাড়ি আটকানোর পরই কাতর আবেদন ব্যবসায়ীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: “কে বাইশ, পোখরাজ আলু আমাদের রাজ্যে কেউ খায় না। বিক্রিও হয় না। তাই বাধ্য হয়েই এই আলু আমরা ঝাড়খন্ড, ছত্তিশগড়ে পাঠাই। দয়া করে আমাদের গাড়িগুলি ভিন রাজ্যে পাঠাতে দিন। না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব, স্টোর মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন, সেইসঙ্গে অদূর ভবিষ্যতে এর প্রভাব পড়বে কৃষকদের উপর। আলু বিক্রি না হলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন, দয়া করে ভিন রাজ্যে এই আলু পাঠাতে দিন। না হলে আপনারাই অন্তত ১৯ টাকা কেজি দরে আমাদের আলু কিনে নিন।” বুধবার বিকেলে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে পিড়াকাটাতে আলু বোঝাই ৮টি ট্রাক আটকের পরই এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করে এই আবেদন জানিয়েছেন জেলার আলু ব্যবসায়ীরা। এর আগে এদিন দিনভর আলু গাড়ি আটককে কেন্দ্র করে পিড়াকাটা এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীরা:

বিজ্ঞাপন:

উল্লেখ্য যে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ভিন রাজ্যে এখন আলু পাঠানো (রফতানি) যাবে না। রাজ্যে পর্যাপ্ত ‘আলু’ নেই বলেও দাবি মুখ্যমন্ত্রীর। সেই সূত্রেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গত ২৮ নভেম্বর থেকে একাধিক নাকা পয়েন্ট করা হয়েছে আলু গাড়ি আটকানোর জন্য। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টা নাগাদ গোয়ালতোড়-পিড়াকাটা রাজ্য সড়কের উপর পিড়াকাটা এলাকায় একে একে ৮টি আলু গাড়ি আটক করেন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। ওই গাড়িগুলি ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। এরপরই, ঘটনাস্থলে পৌঁছে যান অন্তত ১০০ জন আলু ব্যবসায়ী। তাঁরা পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁরা আলু গাড়ি আটক। তারপরই বিক্ষোভে ফেটে পড়েন আলু ব্যবসায়ীরা।

Advertisement (বিজ্ঞাপন):

বিজ্ঞাপন (Advertisement):

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আবেদন জানান। সেই সঙ্গে এই দাবিও করেন, “হয় আমাদের আলু কিনে নিন। না হলে ভিন রাজ্যে যেতে দিন। তাছাড়া আমরা সর্বস্বান্ত হয়ে যাব! এমনকি এর প্রভাব কৃষকদের উপরেও পড়বে।” বুধবার রাত্রি অবধি আটক আলু গাড়ি ছাড়া হয়নি পুলিশের তরফে। এই বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ-প্রশাসন সূত্রে খবর। আর তারপরই নিজেদের পরবর্তী সিদ্ধান্তের কথা তাঁরা ঘোষণা করবেন বলে জানিয়েছেন জেলার আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা।

আলু গাড়ি আটক পিড়াকাটাতে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

1 day ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago