IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT খড়্গপুরের বিসি রায় হাসপাতাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত আপাতত ‘স্থগিত’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ ডিসেম্বর: বিসি রায় টেকনোলজি হাসপাতাল (Bidhan Chandra Roy Technology Hospital) ক্যাম্পাস থেকে স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সাত-সকালেই আন্দোলনে উত্তাল হয়েছিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। আর তারপরই পিছু হটল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ! মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সূত্র মারফত প্রাপ্ত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, বিসি রায় টেকনোলজি হাসপাতাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বরের (২০২৪) বোর্ড (বিওজি) মিটিংয়ে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার দুপুরে আইআইটি’র ডিরেক্টর ভি কে তিওয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার বি.সি রায় হাসপাতালের সামনে বিক্ষোভ:

বিজ্ঞাপন:

স্বাভাবিকভাবেই আইআইটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি অবসরপ্রাপ্ত কর্মী, আইআইটি কর্মীদের পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এদিকে, স্থানীয় কাউন্সিলর তথা আইআইটি’র প্রাক্তনী দেবাশীষ সেনগুপ্ত থেকে এলাকার বাসিন্দা আয়ুব আলী সহ স্থানীয় বাসিন্দারা আইআইটি’র এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর সাথে সাথেই কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবার বিকেলেও আন্দোলন করেন। তাঁদের দাবি, সোমবারের আন্দোলনের চাপে কিছুটা পিছু উঠেছে আইআইটি। কিন্তু, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

Advertisement (বিজ্ঞাপন):

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই বি.সি রায় টেকনোলজি হাসপাতাল (B.C Roy Technology Hospital) আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে রয়েছে। আর সেই হাসপাতালকেই প্রায় চার কিলোমিটার দূরে (বলরামপুরে) সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। বি.সি রায় হাসপাতালকে ক্যাম্পাস থেকে প্রায় চার কিলোমিটার দূরে, বলরামপুর এলাকায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি (১৩ ডিসেম্বর) নোটিস জারি করেছিল আইআইটি কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইআইটি খড়্গপুরের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে সোমবার বিক্ষোভ দেখান আইআইটি’র অবসরপ্রাপ্ত কর্মীরা তথা আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। সোমবার বি.সি রায় টেকনোলজি হাসপাতালের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের দাবি ছিল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের নামাঙ্কিত বিসি রায় টেকনোলজি হাসপাতালকে স্থানান্তরিত করা বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে কোনোভাবেই মার্জ করা চলবেনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল যেমন আছে থাক। আর, বিসি রায় হাসপাতালও জন্মলগ্ন থেকে ক্যাম্পাসে যেমন চলছে চলুক।

বিজ্ঞাপন (Advertisement):

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago