দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ ডিসেম্বর: বিসি রায় টেকনোলজি হাসপাতাল (Bidhan Chandra Roy Technology Hospital) ক্যাম্পাস থেকে স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সাত-সকালেই আন্দোলনে উত্তাল হয়েছিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। আর তারপরই পিছু হটল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ! মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সূত্র মারফত প্রাপ্ত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, বিসি রায় টেকনোলজি হাসপাতাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বরের (২০২৪) বোর্ড (বিওজি) মিটিংয়ে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার দুপুরে আইআইটি’র ডিরেক্টর ভি কে তিওয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাভাবিকভাবেই আইআইটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি অবসরপ্রাপ্ত কর্মী, আইআইটি কর্মীদের পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এদিকে, স্থানীয় কাউন্সিলর তথা আইআইটি’র প্রাক্তনী দেবাশীষ সেনগুপ্ত থেকে এলাকার বাসিন্দা আয়ুব আলী সহ স্থানীয় বাসিন্দারা আইআইটি’র এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর সাথে সাথেই কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবার বিকেলেও আন্দোলন করেন। তাঁদের দাবি, সোমবারের আন্দোলনের চাপে কিছুটা পিছু উঠেছে আইআইটি। কিন্তু, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই বি.সি রায় টেকনোলজি হাসপাতাল (B.C Roy Technology Hospital) আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে রয়েছে। আর সেই হাসপাতালকেই প্রায় চার কিলোমিটার দূরে (বলরামপুরে) সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। বি.সি রায় হাসপাতালকে ক্যাম্পাস থেকে প্রায় চার কিলোমিটার দূরে, বলরামপুর এলাকায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি (১৩ ডিসেম্বর) নোটিস জারি করেছিল আইআইটি কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইআইটি খড়্গপুরের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে সোমবার বিক্ষোভ দেখান আইআইটি’র অবসরপ্রাপ্ত কর্মীরা তথা আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। সোমবার বি.সি রায় টেকনোলজি হাসপাতালের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের দাবি ছিল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের নামাঙ্কিত বিসি রায় টেকনোলজি হাসপাতালকে স্থানান্তরিত করা বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে কোনোভাবেই মার্জ করা চলবেনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল যেমন আছে থাক। আর, বিসি রায় হাসপাতালও জন্মলগ্ন থেকে ক্যাম্পাসে যেমন চলছে চলুক।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…