দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর রঞ্জা এলাকায় (শালবনী ব্লকের) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত অপর এক যুবক। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ও আহত দুই যুবকের নাম যথাক্রমে- সহদেব বাগ এবং সুকুমার চালক। দু’জনেরই বয়স আনুমানিক ৩০। তাদের বাড়ি ঝাড়গ্রাম জেলার বাঁধগড়া এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে।

thebengalpost.net
মেদিনীপুর মেডিক্যাল কলেজে :

জানা যায়, শুক্রবার বিকেল ৪-টা নাগাদ ওই দুই যুবক তীব্র গতিতে বাইক ছুটিয়ে পিড়াকাটা থেকে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিল। রঞ্জার জঙ্গল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি শাল গাছে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই যুবক। পুলিশ তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সহদেব-কে মৃত বলে ঘোষণা করেন। সুকুমার চিকিৎসাধীন আছে মেডিকেল কলেজে। পুলিশ সূত্রে জানা গেছে, বাইক চালাচ্ছিল সুকুমার। পেছনে বসেছিল সহদেব। দু’জনের কারুর মাথাতেই ছিল না হেলমেট। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই যুবক মদ্যপ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।