Recent

West Midnapore: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নির্মম প্রতিশোধ পশ্চিম মেদিনীপুরে! কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেললো যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: প্রতিহিংসার ভয়াবহ ঘটনা এবার পশ্চিম মেদিনীপুরে! কলেজ ছাত্রী তরুণী প্রেমের প্রস্তাবে রাজি হননি। তাঁর বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র। দশমীর দিনই পাকা দেখা হয়েছিল! কালীপুজোর পর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল বলেও জানা যায়। কিন্তু, তার আগেই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল ওই তরুণীকে। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক তাঁকে তুলে নিয়ে যায়। তারপর, চলন্ত মারুতি গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়! ওই তরুণীর পরিবারের অভিযোগ, টিউশন ফি জমা দিতে বেরিয়েছিলেন তিনি। পরে, পিংলার মুণ্ডুমারী অঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। প্রথমে পিংলা, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং তারপর কলকাতার এনআরএস-এ ভর্তি করা হয়েছে তাঁকে। লক্ষ্মীপুজোর আগেই ভয়াবহ এই ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী!

পিংলা থানা :

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পিংলার মুণ্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত গাড়ি থেকে এক তরুণীকে রাস্তায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। তরুণীকে ফেলে দিয়েই চম্পট দেয় মারুতি গাড়িটি। স্থানীয়রাই ওই তরুণীকে উদ্ধার করে ভর্তি করেন পিংলা গ্রামীণ হাসপাতালে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাতে পিংলা থানার পুলিশ জানতে পারে আহত ওই তরুণীর বাড়ি পিংলা থানা এলাকাতেই। এরপরই ওই তরুণীর পরিবারের সদস্যরা এসে লিখিত অভিযোগ দায়ের করেন পিংলা থানায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশির পর পিংলা থানার সুচছড়া গ্রাম থেকে মারুতি সহ গ্রেপ্তার করা হয় সুব্রত দোলুই নামে অভিযুক্ত যুবককে। ধৃতের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরআড়া গ্রামে। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সাথে পূর্বপরিচয় ছিল যুবকটির। গাড়িতে করে তরুণীকে নিয়ে যাচ্ছিল সে। এরপরই, বচসার জেরে যুবকটিই তরুণীকে ঠেলে ফেলে দিয়েছিল বলে প্রাথমিক অনুমান! তবে, তদন্তে সমস্ত ‌দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল খড়্গপুরের যুবকটি। তরুণী সেই প্রস্তাব নাকচ করাতেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের! ইতিমধ্যেই ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ও ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ধৃতকে রবিবার মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী কলকাতায় চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 hour ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago