Recruitment

Recruitment: পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পদে নিয়োগের সুযোগ! শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: স্বাস্থ্য দপ্তরে ১৭ জন সহ পূর্ব মেদিনীপুরে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে মোট ২৫ জনকে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে (purbamedinipur.gov.in) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পদগুলিতে আবেদনের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রশাসনের অন্য পদগুলিতে আবেদন করতে পারবেন ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য দফতরের অধীনে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, একাধিক বিভাগে স্পেশালিষ্ট, অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৭টি। আবেদন করতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল:

এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট পদে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। আবেদনের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। স্পেশালিষ্ট পদে দিন প্রতি ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ৬৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে স্টাফ নার্স পদে। বেতন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বেতন হবে ৩০ হাজার টাকা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ডেন্টাল টেকনিশিয়ান পদে মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশয়ান পদে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। বিভাগ অনুযায়ী বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা আলাদা আলাদা। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (purbamedinipur.gov.in) গিয়ে।

অন্যদিকে, প্রজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সিলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার, কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে ৩৫ হাজার টাকা বেতন হবে প্রতি মাসে। ১৮,৫৩৬ টাকা বেতন হবে কাউন্সিলর এবং চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার পদে। কেস ওয়ার্কাররা মাসে পাবেন ১২ হাজার টাকা। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮-টি। আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে purbamedinipur.gov.in ওয়েবসাইটে। হোমপেজ (Home) থেকে ‘রিক্রুটমেন্ট’ (Recruitment)- গেলেই উপরোক্ত দু’টি বিজ্ঞপ্তিই দেখা যাবে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

7 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago