Recruitment

TET: ২০১৪ টেট পাস আরও ৬৬ জনের ইন্টারভিউ আগামীকাল! নিয়োগের আশায় বুক বাঁধছেন নট-ইনক্লুডেডরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৬ অক্টোবর :আরও ৬৬ জন ২০১৪ প্রাইমারি টেট পাস (Primary Tet- 2014) ও প্রশিক্ষিত (ডি.এল.এড/বি.এড ট্রেনিং প্রাপ্ত) ৬৬ জনকে ইন্টারভিউর জন্য ডাকা হল আগামীকাল (২৭ অক্টোবর)। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কলকাতা স্কুল কাউন্সিল অফিসে (বোস পুকুর রোড) এই ইন্টারভিউ পর্ব সম্পন্ন হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। মঙ্গলবার সকালে এই বিষয়ক বিজ্ঞপ্তি (www.wbbpe.org) জারি করা হয়েছে। প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি (১ কপি) নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ৬৬ জনের মধ্যে ৬৩ জন‌ অফলাইনে আবেদন জমা দেওয়া অবশিষ্ট ক্যান্ডিডেট। এর আগে গত ২০ ও ২১ সেপ্টেম্বর এই ধরনের ৪২৯ জনের ইন্টারভিউ হয়েছিল। বিভিন্ন কারণে, বাকি থেকে গিয়েছিলেন যারা, তাঁদের ইন্টারভিউ হবে আগামীকাল। অন্যদিকে, প্রশ্ন‌ ভুল মামলার ৩ জন কেস পিটিশনার আছেন।

WBBPE এর বিজ্ঞপ্তি :

এদিকে, ১৬ হাজার ৫০০ শূন্যপদের মধ্যে ১২১৬ টি পদে (৪৭৮ ও ৭৩৮) কাউন্সেলিং ও নিয়োগ এখনও নিয়োগ বাকি আছে। অন্যদিকে, ১৫ হাজার ২৮৪ টি পদের মধ্যে প্রায় ৩ হাজার পদ খালি আছে। কারণ, সাড়ে ১২ হাজারের কিছু বেশি শূন্যপদে এখনও পর্যন্ত কাউন্সেলিং হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে, টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া যে সমস্ত নট ইনক্লুডেড (NOT INCLUDED) প্রার্থীরা রাজ্যের প্রতিটি জেলা জুড়ে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন , তাঁরা অবিলম্বে এই ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের দাবি তুলছেন। শুধু তাই নয়, তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো ২০১৪ টেট পাস ও প্রশিক্ষিত সকল প্রার্থীদেরই নিয়োগপত্র দেওয়া হোক। মোট ২১-২২ হাজার এই ধরনের প্রার্থীর মধ্যে ইতিমধ্যে কাউন্সেলিং হয়ে চাকরি পেয়ে গেছেন সাড়ে ১২ হাজারের কিছু বেশি প্রার্থী। বাকি প্রায় ৮ হাজার মতো চাকরিপ্রার্থী নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য যে, বিধানসভা নির্বাচনের আগে (২০২০’র নভেম্বর মাসে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ১৬৫০০ ছাড়াও, সকল এই ধরনের প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। এদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ ধাপে ধাপে যেভাবে প্যত্যেক টেট পাস ও প্রশিক্ষিত প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করছে, তাতে ফের একবার ‘দ্বিতীয় মেধা তালিকা’ বা সেকেন্ড কাউন্সেলিং লিস্ট এর আশায় বুক বাঁধছেন নট-ইনক্লুডেড সহ অবশিষ্ট চাকরিপ্রার্থীরা। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, এই বিষয়ে কেউই মুখ খুলতে চাননি! জানা গেছে, এই বিষয়ে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য-ই শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে, এখনই ২০১৭ টেটের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই বলে জানা গেছে!

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

4 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago