দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত শালবনীতেও এবার ই-রিক্সার মাধ্যমে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম-কে কাজে লাগিয়ে শুরু হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাশনের কাজও এবং এই কাজে রীতিমতো লাভের মুখও দেখছে শালবনী পঞ্চায়েত সমিতি। এমনটাই জানিয়েছেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি। উল্লেখ্য যে, গত ৩ বছর আগেই শালবনীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম-কে কাজে লাগিয়ে বর্জ্য পৃথকীকরণ ও নিষ্কাশনের কাজ শুরু হয়েছিল। তা থেকে বেরনো জৈব সার এবং ব্যবহারযোগ্য বর্জ্য বিক্রি করে লাভের মুখও দেখেছে পঞ্চায়েত সমিতি। তবে, পূর্বের ব্যবস্থায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তাই এই কাজের জন্য এবার টোটো বা ই-রিক্সাকে কাজে লাগিয়ে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

thebengalpost.net
বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ :

শনিবার থেকে প্রাথমিক পর্যায়ে শালবনী পঞ্চায়েত সমিতির অধীন শালবনী এবং চকতারিনীর বিভিন্ন দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল প্রভৃতি জায়গা থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। পরবর্তীকালে শালবনী বাজার ও আশেপাশের ২ টি গ্রামের প্রতিটি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। তিনি এও জানিয়েছেন, আগামীদিনে শালবনী ব্লকের অন্যান্য অঞ্চল বা গ্রামেও এই প্রক্রিয়া চালু করার চেষ্টা করা হবে। উল্লেখ্য যে, সংগৃহীত বর্জ্য পদার্থ সরাসরি চলে যাচ্ছে পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত গোটকলায় অবস্থিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পে। সেখানে জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরীর প্রক্রিয়া হয়। অপরদিকে, অজৈব বর্জ্য বাছাই করে, যেগুলি পুনর্ব্যবহারযোগ্য সেগুলিকে বিক্রয় এবং বাকি পদার্থকে ডাম্পিং করা হয়। এই কাজ গত তিন বছর ধরে চললেও, বর্জ্য সংগ্রহের কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তাই, এবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুটি ই-রিক্সা কিনে, তা দিয়ে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

thebengalpost.net
শালবনীতে বর্জ্য সংগ্রহের কাজ :