সোলার ট্রি (Solar Tree) উদ্বোধন :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: সিএসআইআর- সেন্ট্রাল মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দুর্গাপুর (CSIR- Central Mechanical Engineering Research Institute) এর সহায়তায়, মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) চত্বরে স্থাপন করা হল বিশ্বের সর্ববৃহৎ ‘সোলার ট্রি’ (Solar Tree)। বৃহস্পতিবার দুপুরে এই সোলার ট্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন, CSIR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হিরানি, রাজা এন.এল খান মহাবিদ্যালয়ের (Raja N.L Khan Women’s College, Autonomous) অধ্যক্ষ (Principal) জয়শ্রী লাহা, কলেজের গভর্নিং বডির সদস্য তারাপদ পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা জানান, কলেজ প্রাঙ্গনে ১১.৫ কিলোওয়াট পিক পাওয়ার এর সোলার ট্রি বসানো হয়েছে। এই সোলার ট্রি-তে মোট ৩৫ টি সোলার পিভি প্যানেল আছে। যার প্রত্যেকটির ক্ষমতা ৩৩০ ওয়াট পাওয়ার। এই সোলার ট্রি সাধারণ রৌদ্রকরোজ্জ্বল দিনে ৩৫-৪৫ ইউনিট গ্রিন এবং ক্লিন এনার্জি উৎপাদন করতে পারে যা মহাবিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদাকে আংশিক ভাবে পূরণ করতে সক্ষম। তিনি এও জানিয়েছেন, যদি চাহিদার থেকে বেশি বিদ্যুৎ তৈরী হয়, তবে তা পাওয়ার গ্রিডে দেওয়া যাবে। জানা গেছে, জীবাশ্ম জ্বালানির তুলনায় এই ‘সোলার ট্রি’ ১০-১২ টন কম CO2 কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে এবং এর আই ও টি নির্ভরশীল প্রযুক্তি চালনা করবার ও ক্ষমতা রয়েছে; যেমন- CCTV ক্যামেরা, পরিবেশের আদ্রতা পরিমাপ, বায়ুর গতি, বৃষ্টিপাতের পূর্বাভাস ইত্যাদি। এই পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি’র মাধ্যমে একদিকে যেমন কম খরচে বিদ্যুতের চাহিদা পূরণ হবে, তেমনই দূষণ কমবে বলে সিএসআইআর দুর্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে। ড. হিরানি জানিয়েছেন, এটিই এখনও অবধি বিশ্বের সর্ববৃহৎ সোলার ট্রি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…