দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: জাতীয় স্তরের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন মেদিনীপুরের অনীশ সাউ এবং সায়ন দাস। সম্প্রতি, ঝাড়খণ্ডের রাঁচিতে গুরুনানক হাই স্কুলে অনুষ্ঠিত ন্যাশনাল সাব জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে যথাক্রমে সোনা (গোল্ড মেডেল) ও ব্রোঞ্জ জিতেছেন মেদিনীপুর শহরের অনীশ ও সায়ন। শহরের পাটনাবাজারের বাসিন্দা বছর ২১’র অনীশ জুনিয়র ১২০ কেজি ঊর্ধ্ব বিভাগে ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক পান। অপরদিকে, সাব-জুনিয়র ১০৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মেদনীপুর শহরের পালবাড়ির বাসিন্দা বছর ১৮’র সায়ন। মঙ্গলবার তাঁদের দু’জনকেই সংবর্ধনা দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার তরফে।

thebengalpost.net
অনীশকে সংবর্ধনা দেওয়া হলো :

প্রসঙ্গত উল্লেখ্য, অনীশের বাবা পিন্টু সাউ মেদিনীপুর জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। মা পারমিতা সাউ (গিরি) একজন সমাজকর্মী। পাওয়ার লিফটিংয়ে অনীশের হাতেখড়ি বাবার কাছেই। অনীশ বর্তমানে চন্ডীগড় ইউনিভার্সিটির ছাত্র। স্বাভাবিকভাবেই তাই সেখানেই অনুশীলন করেন অনীশ। তবে, মেদিনীপুর শহরে অর্থাৎ বাড়িতে এলেই অবশ্য বাবার সঙ্গে পৌঁছে যান শক্তি সংঘ ব্যায়ামাগারে। অনীশ এবং সায়ন দু’জনই মেদিনীপুর শহরের স্কুলবাজারে অবস্থিত শক্তি সংঘ ব্যায়ামাগারের সদস্য। এদিন, মেদিনীপুর পৌরসভায় দাঁড়িয়ে জেলার পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিন্টু জানান, “মেদিনীপুরে ইতিহাসে এই প্রথম জুনিয়র পাওয়ার লিফটিংয়ে কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হল। অনীশ ও সায়ন মেদিনীপুরবাসীকে গর্বিত করেছে।” মঙ্গলবার দুপুরে তাঁদের দু’জনকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও নগদ ৫ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার তরফে। উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ পৌরপ্রধান অনিমা সাহা প্রমুখ। বিধায়ক জুন মালিয়া জানান, “ওরা আরো এগিয়ে যাক। ওদের পাশে সব সময় আছি। যদি কখনো কোনো সমস্যা হয়, আমাকে বা আমাদের সরকারকে জানালে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

thebengalpost.net
সংবর্ধিত হলেন সায়নও: