দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: গোলরক্ষক তৃণমূলের জেলা সভাপতি তথা CAB-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, তৃণমূলের শহর সভাপতি তথা কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল নেতা জয় রায় সহ ৫ জন। পেনাল্টি বক্স থেকে ডান পায়ে সজোরে শট নিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। ‘বল’ পাঁচ জনেরই ধরাছোঁয়ার বাইরে! নিমেষে জড়িয়ে গেল জালে। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে তরুণ সংঘ ব্যায়ামাগার পরিচালিত দু’দিন ব্যাপী দিবারাত্রির মেগা মহিলা ফুটবল টুর্নামেন্ট ‘জঙ্গলকন্যা কাপের’ উদ্বোধন হল ঠিক এভাবেই।

thebengalpost.net
জঙ্গলকন্যা কাপের উদ্বোধন:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যের ১৬টি মহিলা ফুটবল দলকে নিয়ে মেদিনীপুর শহরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে দু’দিন ব্যাপী এই দিবারাত্রির মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। শনিবার বেলা ১টা নাগাদ ১ম ‘জঙ্গলকন্যা কাপ’-র উদ্বোধন উপলক্ষেই উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, CAB-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই, গভর্নমেন্ট প্লিডার সুকুমার পড়িয়া, সমাজসেবী ও কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। আর উদ্বোধনী পর্বেই সুজয়, সৌমেনদের কার্যত দাঁড় করিয়ে গোল দিলেন SP ধৃতিমান সরকার! অনেকেই অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের SP শুধু ফুটবল নয়; ক্রিকেটটাও বেশ ভাল খেলেন। চলতি বছরই জেলার সাংবাদিক একাদশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে একাই হাফসেঞ্চুরি করে জেলা পুলিশ-প্রশাসন একাদশকে জিতিয়েছিলেন।

thebengalpost.net
ধরাছোঁয়ার বাইরে SP-র শট: