Sports

FIG Apparatus World Cup: জিমন্যাস্টিক্সের ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের প্রণতি

মণিরাজ ঘোষ ও শশাঙ্ক প্রধান, ১৭ ফেব্রুয়ারি: ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak) কাইরোতে (Cairo) অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের (Paris 2024 Summer Olympics) বাছাই পর্বের টুর্নামেন্ট হিসেবে খ্যাত ‘ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপ’ (FIG Apparatus World Cup 2024)-এ মহিলাদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেন! পশ্চিম মেদিনীপুরের ‘পিংলার গর্ব’ প্রণতি জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ে 13.616 (13.62) স্কোর করে তৃতীয় স্থান দখল করেন। অপরদিকে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করে ফাইনালে উঠলেও, ভারতের অপর জিমন্যাস্ট দীপা কর্মকার ১৩.৩৮৩ স্কোর করে পঞ্চম স্থান দখল করতে সক্ষম হন।

প্রণতি নায়েক (Pranati Nayak):

প্রসঙ্গত, ফাইনালে উঠেছিলেন দীপা, প্রণতি সহ বিভিন্ন দেশের ৮ জন প্রতিযোগী। প্রণতি 13.16 স্কোর করে ‘সপ্তম’ হিসেবে ফাইনালে উঠেছিলেন। পরিবর্তে, দীপা 13.45 স্কোর করে ‘তৃতীয়’ হয়ে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু, ফাইনালে প্রণতি তাঁর স্বপ্নের পারফরম্যান্স (13.616) তুলে ধরেন! পঞ্চম হয়ে শেষ করেন দীপা (13.38)। প্রতিযোগিতায় যথাক্রমে গোল্ড ও সিলভার মেডেল জয় করেন কোরিয়ার আন চ্যাং ওক (14.230) এবং বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা (13.616)। জর্জিয়েভা এবং প্রণতির সমান স্কোর থাকলেও, কিছু সূক্ষ্ম বিচারে প্রণতিকে তৃতীয় বলে ঘোষণা করা হয়।

ফাইনালের স্কোর:

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ভারতের প্রণতি নায়েক (Pranati Nayak) শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিশরের কাইরোতে (Cairo) এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স অ্যাপারেটাস বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতে আগামী জুলাইতে অনুষ্ঠিত হতে চলা প্যারিস অলিম্পিকের পথে একধাপ এগিয়ে গেলেন। মিশরের কাইরোতে অনুষ্ঠিত FIG Apparatus World Cup- 2024 হল প্যারিস অলিম্পিকের বাছাই পর্বের প্রথম ধাপ। বাকি তিনটি প্রতিযোগিতা বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে- জার্মানির কটবাস (২২ থেকে ২৫ ফেব্রুয়ারি); আজেরবাইজানের বাকু (৭ থেকে ১০ মার্চ) এবং কাতারের দোহা (১৭ থেকে ২০ এপ্রিল)-তে। এই চারটি টুর্নামেন্টের সেরা তিনটির স্কোরের ভিত্তিতে প্যারিস অলিম্পিকে (Paris 2024 Summer Olympics) সুযোগ পাবেন জিমন্যাস্টরা। অন্যদিকে, বাংলার প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তাঁকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন।

FIG Apparatus World Cup:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago