দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: ৬৭-তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় মেদিনীপুরের জয়-জয়কার! পশ্চিম মেদিনীপুর জেলার ৫ জন সাঁতারু যথাক্রমে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বিভাগে মোট ১০-টি পদক জিতল কলকাতার রাজারহাটে (রবীন্দ্রনাথ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে) তিন দিন ব্যাপী (১০-১২ ডিসেম্বর) অনুষ্ঠিত রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ২টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক বলে জানানো হয়েছে মেদিনীপুর সুইমিং ক্লাব (Midnapore Swimming Club)- এর পক্ষ থেকে। উল্লেখ্য যে, পদক-জয়ী পাঁচ সাঁতারুই মেদিনীপুর শহরের মেদিনীপুর সুইমিং ক্লাবে অনুশীলন করে।

thebengalpost.net
বাম দিক থেকে সৌম্যরূপ, ঐশানী ও আরিতোষ:

সুইমিং ক্লাব সূত্রে জানা গেছে, ‘অনূর্ধ্ব ১৪’ বালক বিভাগে মেদিনীপুর শহরের সৌম্যরূপ দে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা (প্রথম) এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রুপো (দ্বিতীয়) জিতেছে। আরিতোষ মহাকুল ১০০ মিঃ ফ্রি-স্টাইলে রুপো, ৪০০ মিঃ ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ এবং ৫০ মিঃ বাটারফ্লাই-তে রুপো জিতে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছে। ‘অনূর্ধ্ব ১৪’ বালিকা বিভাগে ঐশানী সরকার ২০০ মিঃ ফ্রি-স্টাইলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।

thebengalpost.net
অরিজিৎ আঢ্য (মাঝখানে):

এছাড়াও, ‘অনূর্ধ্ব ১৭’ বালিকা বিভাগে মেদিনীপুর শহরের সোমাশ্রী চৌধুরী যথাক্রমে ২০০ মিঃ ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিঃ ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় (রুপো জয়) এবং ১০০ মিঃ ব্রেস্টস্ট্রোকে তৃতীয় (ব্রোঞ্জ জয়) হয়েছে। অন্যদিকে, ‘অনূর্ধ্ব ১৯’ বালক বিভাগের ১০০ মিঃ ফ্রি-স্টাইলে প্রথম স্থান অধিকার করে জেলাবাসীকে গর্বিত করেছে মেদিনীপুর শহরের অরিজিৎ আঢ্য। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২ জানুয়ারি (২০২৪) দিল্লিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সফল প্রতিযোগীদের মেদিনীপুর সুইমিং ক্লাব ও পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

thebengalpost.net
সৌম্যরূপ দে:

thebengalpost.net
আরিতোষ: