দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা মেদিনীপুর শহর। শুধু শহর কেন; জেলা, রাজ্য তথা গোটা দেশ। তৃতীয়বারের জন্য দেশে ‘বিশ্বকাপ’ আসার অপেক্ষায় আপামর দেশবাসী! ‘বিশ সাল বাদ’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার পালা। ১২ বছর পর ফের ঘরের মাঠে ‘বিশ্বকাপ’ জেতার সুযোগ! সবমিলিয়ে, সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর কয়েক মুহূর্তও যেন অপেক্ষা করা যাচ্ছে না। এদিকে, সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র পক্ষ থেকে আবার বিনামূল্যে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সাহায্যও করা হয়েছে CAB-র তরফে। নির্দেশ মেনে, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে লাগানো হচ্ছে বড় পর্দা।

thebengalpost.net
মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়াম:

মেদিনীপুর ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই শনিবার রাতে জানিয়েছেন, “সিএবি-র তরফে বড়-পর্দা (Giant Screen) লাগানোর জন্য প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকেই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা তার সঙ্গে রাখছি বিনামূল্যে চা, জল, বিস্কুট আর চকলেট।” স্টেডিয়ামের একদম মাঝখানে বড় পর্দা লাগানো হচ্ছে। তারপর মাঠে ৪০০টি চেয়ার থাকবে বলেও জানিয়েছেন সঞ্জিত। এমনকি, দুই অর্ধের বিরতিতে বা দুই দলের ব্যাটিংয়ের ঠিক মাঝখানে দর্শকদের জন্য ভেজ কাটলেটের ব্যবস্থাও না কি করতে চলেছেন এমকেডিএ চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়। সবমিলিয়ে, মহা-আয়োজন! এজন্য অবশ্য সিএবি-কে ধন্যবাদ জানিয়েছেন জেলার সিএবি প্রতিনিধি তথা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সুজয় হাজরা।

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠেও বড় পর্দায় বিনামূল্যে খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। ১০০০টি চেয়ার থাকবে বলে আগেই জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। সেখানে রাতের দিকে উপস্থিত থাকতে পারেন বিধায়ক জুন মালিয়া। পাশাপাশি শহরের অরবিন্দ স্টেডিয়ামেও বড় পর্দায় ফাইনাল দেখানোর এই মহা-আয়োজন! সব দেখে শুনে শহরের আপামর ক্রিকেট-প্রেমীরা বলছেন, “বিশ্বকাপ ফাইনাল আমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে না আমাদের মেদিনীপুর শহরে, উপলব্ধি করা বড় মুশকিল!”

thebengalpost.net
অপেক্ষায় গোটা দেশ :