দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ জুন: একবার টেট (TET) পাস করলেই আজীবন ভ্যালিডিটি, জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। প্রসঙ্গত, টেট বা টিচার্স অ্যালিজিবিলিটি টেস্ট (Teachers Eligibility Test) এর ক্ষেত্রে আগে এই মেয়াদ ছিল সাত বছরের। তা বাড়িয়ে আজীবন করে দেওয়া হল। এই সিদ্ধান্তে খুশি হবু শিক্ষকরা।

thebengalpost.in
রমেশ‌ পোখরিয়াল নিশাঙ্ক :

উল্লেখ্য যে, এই নিয়ম কেন্দ্রীয় সরকারের CTET বা সেন্ট্রাল টেটের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি রাজ্য সরকারের টেটের ক্ষেত্রেও প্রযোজ্য তা অবশ্য বিস্তারিত ভাবে জানা যায়নি। তবে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই টেট হল প্রধান ও প্রাথমিক যোগ্যতামান। একবার পাস করলে, আজীবন শিক্ষক হওয়ার সুযোগ থাকলে যে খুশিই হবেন শিক্ষক পদপ্রার্থীরা তা বলাই বাহুল্য!