দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: “৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানানো হচ্ছে”! রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প উপলক্ষে দুয়ারে সরকার শিবিরে ব্যাপক ভিড়ভাট্টা ও জমায়েত-কে কটাক্ষ করে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খালিনাতে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করলেন মহিলারা! মঙ্গলবার দুপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত মহিলারা প্রথমে বিক্ষোভ মিছিল করেন, তারপর মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করেন!
প্রসঙ্গত, গত ১৯ শে আগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, “৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারী বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ব্লকের খালিনাতে হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগদান করতে আসা মহিলারা। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল- “ছিঃ দিলীপ ঘোষ ছিঃ! আমরা গরীব কিন্তু ভিখারি নই।” এই পোস্টার নিয়েই মিছিল হয়, তারপর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়। সমবেত মহিলাদের অভিযোগ, “বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের এই ভালো উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে মহিলাদের অসম্মান করেছেন। আমরা মহিলারা ভিখারি? এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা।” যদিও, বিজেপি নেতৃত্বের অভিযোগ, “শাসকদলের লোকজনই এইসব করছে। দিলীপ বাবু রাজ্যবাসী বা মহিলাদের ভিখারি বলেননি! বলছেন, ৫০০ টাকা অ্যাকাউন্টেও টাকাটা দেওয়া যেত, ৫০০ টাকার জন্য রাজ্য সরকার জীবনের ঝুঁকি নিয়ে লাইনে দাঁড় করাচ্ছেন বাড়ির মহিলাদের। ভিখিরির মতো লাইনে দাঁড়াতে হচ্ছে সারাদিন ধরে।”