Vidyasagar University

Vidyasagar University: ঝুমুর, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ একাধিক স্বল্পমেয়াদী কোর্সের সঙ্গে এবার AI-ও পড়ানো হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ইংলিশ ফর অল, ঝুমুর, সাঁওতালি, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রভৃতি বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স আগেই শুরু করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এবার, সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত তথা যুগোপযোগী ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (Artificial Intelligence)- এর উপর ৬ মাসের একটি স্বল্পমেয়াদী কোর্স করারও সুযোগ এনে দিল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই/CCAE)- এর উদ্যোগে ইংলিশ ফর অল, ঝুমুর, অ্যাজাইল সফ্‌টঅয়্যার ডেভেলপমেন্ট, এপিডেমোলজি অ্যান্ড পাবলিক হেলথ, সাঁওতালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি, কম্পিউটার মেন্টেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, কম্পোজিট বায়োফার্টিলাইজার ফর সাস্টেনেবল এগ্রিকালচার- প্রভৃতি ৯টি বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে। সম্প্রতি (১১ জুলাই), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Vidyasagar University-র বিজ্ঞপ্তি :

এই সমস্ত কোর্সের মেয়াদ ৬ দিন থেকে শুরু করে ৩ মাস/ ৬ মাস কিংবা ১ বছর। কোর্স ভেদে আসনসংখ্যা ২৫/ ৪০/ ৫০ কিংবা ১০০। বেশির ভাগ কোর্সের ক্লাস সপ্তাহে দু’দিন অথবা তিন দিন। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন যে কোনও আগ্রহী ব্যক্তিরাই এই কোর্স করতে পারবেন। তবে, সরকারি সংস্থা/ ব্যাঙ্ক/ স্বেচ্ছাসেবী সংস্থা/ মিডিয়ায় কর্মরত/ শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্যই বিশেষ ভাবে এই কোর্স চালুর কথা ভাবা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ঝুমুর, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), জনস্বাস্থ্যের মতো যুগোপযোগী বিষয়ে কোর্স করার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু, চাকরি করতে করতে বা চাকরি ছেড়ে পড়াশোনা করার অবকাশ থাকেনা! ১০-১২ ঘণ্টা অফিসে থাকার পর চাকরির পাশাপাশি কোনও দীর্ঘমেয়াদি কোর্স করাও সম্ভব নয়। তাই, তাঁদের কথা ভেবেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

কোর্স অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ/ স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। বিভিন্ন কোর্সের জন্য জমা দিতে হবে ৫০০/ ১৫০০/ ২০০০/ ৩০০০/ ৫০০০/ ৬০০০/ ৮০০০ টাকা। কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতিতে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ecircular.vidyasagar.ac.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে সমস্ত নথি-সহ জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় অথবা মেল আইডিতে। আবেদনমূল্য বাবদ ২০০ টাকাও জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই (২০২৩)। এই বিষয়ে সমস্ত তথ্য আরও বিশদে জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ecircular.vidyasagar.ac.in) থেকে।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago