Vidyasagar University

Vidyasagar University: প্রায় ৩৭ দিন পর নতুন উপাচার্য পাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! দায়িত্ব নিতে পারেন আগামীকালই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: প্রায় ৩৭ দিন পর নতুন উপাচার্য (Vice-chancellor) পেতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। সূত্রের খবর অনুযায়ী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা’র (Zoology) অধ্যাপক। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজভবনে ডাক পেয়েছিলেন অধ্যাপক চক্রবর্তী। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে তাঁর নামেই রাজ্যপাল তথা আচার্য (Chancellor) সিভি আনন্দ বোস সিলমোহর দিয়েছেন বলে জানা গেছে। আগামীকাল অর্থাৎ সোমবার (১৭ জুলাই)-ই তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে খবর।

অধ্যাপক সুশান্ত চক্রবর্তী (ছবিঋণ- ফেসবুক) :

যদিও, এই বিষয়ে এখনো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কোনো চিঠি এসে পৌঁছয়নি বলেই জানা যায়। রবিবার যোগাযোগ করা সম্ভব হয়নি অধ্যাপক চক্রবর্তীর সঙ্গেও। তবে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েরই একটি সূত্রে জানা গেছে, সোমবার সকালেই চিঠি এসে পৌঁছতে পারে। ইতিমধ্যেই, উপাচার্য হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘বরিষ্ঠ’ অধ্যাপক (Seniormost Professor) সুশান্ত চক্রবর্তী’র নামে সিলমোহর দিয়েছেন স্বয়ং আচার্য (Chancellor) তথা রাজ্যপাল (Governor)। সেজন্যই রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রাণিবিদ্যা বিভাগের ‘অধ্যাপক’ ( Professor) পদে আছেন ড. সুশান্ত চক্রবর্তী। একসময় বিজ্ঞান শাখার ডিন বা অধ্যক্ষ (Dean) হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোমবার দুপুরের মধ্যেই অধ্যাপক চক্রবর্তী ‘উপাচার্য’ (Vice-chancellor) হিসেবে দায়িত্ব বুঝে নিতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে। অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তিন মাসের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে গত ৯ জুন (২০২৩) কার্যকালের মেয়াদ শেষ হয়েছে অধ্যাপক পবিত্র চক্রবর্তী’র। পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে পুনরায় তিনি নিজের স্থায়ী কর্মস্থল অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (The University of Burdwan) ফিরে গেছেন। তারপর থেকেই উপাচার্য-হীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অবশেষে, প্রায় ৩৭ দিন পর অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য পেতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আপাতত, তিন মাসের জন্য তাঁকে (অধ্যাপক সুশান্ত চক্রবর্তীকে) দায়িত্ব দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল তথা আচার্য। (আপডেট/১৭ জুলাই: সোমবার উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক সুশান্ত চক্রবর্তী।)

উপাচার্য-কে শুভেচ্ছা জানালেন রেজিস্ট্রার ও কন্ট্রোলার :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago