Weather Update

Asani: ধেয়ে আসছে অশনি! ঝড়বৃষ্টি শুরু কলকাতা-হাওড়া-হুগলিতে; তাণ্ডবের পূর্বাভাস দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৯ মে:ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ (Asani)। ক্রমশ তা ধেয়ে আসছে উড়িষ্যা (ওড়িশা/Odisha) উপকূলের দিকে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি-তে সোমবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। দুই মেদিনীপুরেও মাঝেমধ্যেই বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র মেঘলা বা ঈষৎ মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ সোমবার (৯ মে) রাত্রি আড়াইটা নাগাদ পুরী থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর, এটি উত্তর, উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে অবস্থান করবে। এখনও পর্যন্ত এই সম্ভাবনার কথাই উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর।

এই মুহূর্তের অবস্থান :

স্বাভাবিকভাবেই, উড়িষ্যা উপকূলের কাছে অবস্থানকারী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলাগুলিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেভাবে ‘অশনি’ রুদ্র মূর্তি ধারণ করছে, তাতে মঙ্গলবার থেকেই তাণ্ডব শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। মঙ্গলবার থেকে সমুদ্রে মাছ ধরা ও ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ‘অশনি’ ফের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর, ‘অশনি’ সমুদ্রে বিলীন হয়ে যায়, নাকি ফের শক্তি সঞ্চয় করে, সে দিকেই নজর আবহাওয়াবিদদের। উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা। তামিল ভাষায় অশনি শব্দের অর্থ ‘গভীর ক্রোধ’ বা ‘প্রচন্ড ক্ষোভ’। ভারত মহাসাগরের উত্তরের ১৩ টি দেশ এই নামের তালিকা তৈরি করে। ২০২০ সালে এই দেশগুলি মিলিয়ে মোট ১৬৯ টি নামের তালিকা তৈরি করেছে। পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে, ‘সিত্রং’।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

4 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago