দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ অক্টোবর: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে মধ্যরাত থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়। সকাল সাড়ে ৮টা নাগাদ ওড়িশার ধামাড়া সংলগ্ন এলাকায় ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর, এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হওয়ার পথেই এগোচ্ছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে, ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে আজ (শুক্রবার) সারা দিনই দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। শুক্রবার সকাল অবধি ওড়িশার পর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে পূর্ব মেদিনীপুরে। ব্যাপক ঝড়ো হাওয়ার দাপটও ছিল দীঘা উপকূলে। নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়াতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে শুক্রবার সকাল অবধি। বেশ কিছু এলাকায় উপড়ে গিয়েছে বড় বড় গাছ। প্রচুর মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি থেকে শুরু করে পুরো খড়্গপুর মহকুমা জুড়েই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাত থেকে। জেলা শহর মেদিনীপুরেও ভোর থেকে দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট চলছে। সকাল ১১টাতেও শুনশান জেলা শহর মেদিনীপুরের অন্যতম প্রাণকেন্দ্র গান্ধী মোড়, এলআইসি’র মোড় প্রভৃতি এলাকা। বন্ধ বেশিরভাগ দোকানপাট। রাস্তাতেও লোকজন কম। একই অবস্থা খড়গপুর শহরেও।
এদিকে, রাতভর বৃষ্টিতে মেদিনীপুর শহরের বেশ কিছু রাস্তার উপর উঠে এসেছে জল। পরিস্থিতি মোকাবিলার জন্য মেদিনীপুর পৌরসভা এবং জেলা প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে, রাতভর বৃষ্টিতে খড়গপুর শহরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে জমে গিয়েছে জল। খোদ পৌরসভার সামনে ঝাপেটাপুর এলাকায় রাজ্য সড়কের উপর এক হাঁটু জল জমে গিয়েছে। ইন্দার নিউ টাউন এলাকার রাস্তাও জলমগ্ন হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। জেলায় প্রায় ৪০০-র বেশি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, আবহাওয়া দপ্তরের তরফে শুক্রবার সকালে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানা’র শক্তি কমে গিয়ে তা আপাতত নিম্নচাপে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। আর এই নিম্নচাপের প্রভাবেই শুক্রবার দিনভর দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুর জেলাতে আজ, শুক্রবার অতিভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করা হয়েছে। এছাড়াও, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ (২৫ অক্টোবর)।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…