Weather Update

Midnapore: রাজস্থানের জয়পুরকেও হার মানাল শহর মেদিনীপুর! শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস; মঙ্গলবার অবধি তাপপ্রবাহের ‘কমলা’ সতর্কতা জারি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: সর্বোচ্চ তাপমাত্রার (Max. Temperature) অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিল জেলা শহর মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলা! মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগের (Meteorological Park) তরফে শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১টা ১৫ মিনিট নাগাদ সংগৃহীত ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যে বিগত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, তা মোটামুটি নিশ্চিত। এল নিনোর কারণে, চলতি মরশুমে রেকর্ড গরম পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহে কাবু হয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও লু (গরম বাতাস) বইছে চৈত্রের শেষ থেকেই (১ এপ্রিল থেকেই)। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। তবে, সব রেকর্ড ভেঙে গেল শুক্রবার! গত বছর (২০২৩) ১৫ জুনের ৪৫.০১ তাপমাত্রার রেকর্ড ভেঙে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড (৪৫.০৬) গড়ল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর তথা শহর মেদিনীপুর। হার মানালো রাজস্থানের জয়পুর, জয়সলমীরকেও!

গরম থেকে বাঁচতে (ছবি- S. Mondal) :

গুগলের অ্যাকুওয়েদার (AccuWeather) মারফত জানা গেল, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাজস্থানের জয়পুর ও জয়সলমীরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজ্যের মধ্যে অন্যতম সমৃদ্ধ আবহাওয়া বিভাগ রূপে খ্যাত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান বা আবহাওয়া বিভাগ (Meteorological Park) সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে, গরমের বিচারে রাজস্থানের জয়পুরকে আজ (শুক্রবার) বলে বলে ৬ গোল দিল মেদিনীপুর! এদিন বিকেল পর্যন্ত জেলার (পশ্চিম মেদিনীপুরের) গড় তাপমাত্রা ছিল ৩৪.৭২ ডিগ্রি সেলসিয়াস। তবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ তুলনামূলকভাবে কম (মাত্র ৭৮‌.৫২ শতাংশ) থাকায় এদিন ঘাম কম হয়েছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া কিছুটা এড়ানো গিয়েছে। উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল থেকে আজ, ১৯ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে- ৪০.২২; ৪২.৪৬; ৪৩‌.৯২; ৪২.৯৯, ৪৩.১৩ এবং ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) পর্যন্ত পশ্চিম মেদিনীপুর সহ ৮ জেলায় হিট ওয়েভ বা তাপপ্রবাহের (Heat Wave) কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। পশ্চিম মেদিনীপুর ছাড়াও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, সব জেলাতেই তাপমাত্রার আরও (৩-৪ ডিগ্রি পর্যন্ত) বাড়তে পারে। তবে, তাপপ্রবাহের মাঝে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ১০টি জেলা। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উপকূলের এই তিন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা-সহ দক্ষিণবঙ্গের মোট দশটি জেলা হালকা বৃষ্টিতে ভিজতে পারে! যদিও, বৃষ্টির সম্ভাবনা থাকলেও; এর ফলে যে গরম থেকে এখনই স্বস্তি মিলবে না, তা-ও জানিয়েছে হাওয়া অফিস।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে প্রাপ্ত:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago