Weather Update

নিম্নচাপের হাত ধরে বঙ্গে প্রবেশ করছে বর্ষা! আজ থেকেই টানা বৃষ্টিতে ভিজবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ, জারি কমলা সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১০ জুন: জল্পনার অবসান ঘটিয়ে শনিবারই (১২ ই জুন) বঙ্গে প্রবেশ করছে বর্ষা। তার আগে, আজ বৃহস্পতিবার (১০ জুন) থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। শনিবার ও রবিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস! মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে বঙ্গ দখল করবে বর্ষা। আপাততো, পূর্ব-মধ্য এবং পার্শ্ববর্তী বঙ্গোসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে আগামিকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার প্রভাবে বাংলায় ক্রমশ বাড়বে বৃষ্টির মাত্রা। সেই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে আছেন, তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে মহারাষ্ট্র, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাত, মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের বাকি অংশেও বিস্তারিত হয়ে যাবে বর্ষার শাখা-প্রশাখা।

বঙ্গে প্রবেশ করছে বর্ষা :

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাত হতে চলেছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এনং নদীয়ায় ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার হাওড়া এবং কলকাতায় বৃষ্টির মাত্রা বাড়বে। অপরদিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

11 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago