দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: অত্যন্ত দু্ঃশ্চিন্তার খবর দিল আবহাওয়া দপ্তর! কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুর নাগাদ যে “বিশেষ বুলেটিন” প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েকঘন্টায় বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র এই দু’টি জেলাতে আজ (১৫ সেপ্টেম্বর) সারাদিন কমলা (Orange Alert) সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি এখন উত্তর-মধ্যপ্রদেশে অবস্থান করছে। আগামীকাল তা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমশ শক্তি হারাবে।


এদিকে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় আজ “হলুদ” (Yellow Alert) সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির উন্নতি বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।











