দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ জুলাই: পাঁচ বছর পর আরো একটি নতুন জেলা পাচ্ছে জঙ্গলমহল। নতুন ৭-টি জেলা পাচ্ছেন রাজ্যবাসী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। এর ফলে, রাজ্যে ২৩-টি থেকে জেলা বেড়ে হচ্ছে ৩০। বাঁকুড়া জেলাকে ভেঙে নতুন আরো একটি জেলা করা হচ্ছে। সেই জেলা হল- বিষ্ণুপুর। পোড়া মাটির দেশ ‘মন্দিরময়’ বিষ্ণুপুর-কে জেলা ঘোষণা করায় খুশি এলাকাবাসী। অন্যদিকে, বাকি ৬-টি নতুন জেলা হল- উত্তর চব্বিশ পরগণার বনগাঁ এবং বাগদাকে নিয়ে তৈরি ইছামতি; উত্তর ২৪ পরগণার বসিরহাট; দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন; নদীয়ার রানাঘাট; মুর্শিদাবাদ এর বহরমপুর এবং কান্দি (বা, জঙ্গিপুর)। এবার, ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গেছে।

thebengalpost.net
বিষ্ণুপুর : (ছবি- উইকিপিডিয়া)

অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভায় বড়সড়রদ বদল আনতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ৪-৫ জন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁদের সংগঠনের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভায় আসতে চলেছে অনেকগুলি নতুন মুখ। সূত্রের খবর অনুযায়ী, বাবুল সুপ্রিয় মন্ত্রী হতে পারেন। তাঁকে শিল্প দপ্তর বা তথ্য ও সংস্কৃতি দপ্তর দেওয়া হতে পারে। তাপস রায়, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশীষ চক্রবর্তী-রাও মন্ত্রী হতে পারেন। বাদ পড়তে চলেছেন পরেশ অধিকারী। সৌমেন মহাপাত্র-কে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকেও সেচমন্ত্রীত্ব থেকে বাদ দেওয়া হতে পারে! উল্লেখ্য যে, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মুখ পুড়েছে রাজ্য সরকারেরও। সেই অস্বস্তি কাটিয়ে নতুনদের নিয়ে চলতে চাইছে তৃণমূল। মূলত, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে এবং পরামর্শ মেনেই মন্ত্রিসভায় এই রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই ধারণা রাজ্যের ওয়াকিবহাল মহলের।

thebengalpost.net
মন্ত্রীসভায় আসতে চলছেন বাবুল সুপ্রিয় :