দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: এবার বিশাল আকারের এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে! খড়্গপুর শহরের সিলভার জুবলি স্কুলের ময়দানের ঠিক কাছে এই কচ্ছপটি উদ্ধার হয়। এই ধরনের কচ্ছপ সাধারণত গাঙ্গেয় অববাহিকায় দেখা যায়। আকারে বড় হয়। ক্রমেই এদের সংখ্যা কমছে। কচ্ছপটি Indian (or, Gangetic) Softshell Turtle শ্রেণীর। বাংলায় গাঙ্গেয় কাছিম বলা হয়ে থাকে। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক প্রায় সাত কিলো বলে জানা গেছে।

thebengalpost.in
Indian Softshell Turtle উদ্ধার খড়্গপুরে :

শনিবার স্থানীয়রা বিশাল আকারের এই কচ্ছপটিকে দেখতে পেয়েই বনদপ্তরকে খবর দেন। বনদফতরের কর্মীরা পৌঁছলে তাদের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা এই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় হিজলি ফরেস্ট রেসকিউ সেন্টারে।বনদপ্তরের অনুমান প্রচুর বৃষ্টির কারণেই এলাকায় ঢুকে পড়েছিল এই বিরল প্রজাতির কচ্ছপটি। একই কথা জানিয়েছেন বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব। তিনি গ্রামবাসীদের সাধুবাদ জানিয়ে বলেছেন, “নদীমাতৃক এলাকায় পাওয়া গেলেও, Indian or Gangetic Softshell Turtle এর সংখ্যা দিন দিন কমছে। তাই বনদপ্তরের হাতে তুলে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ।”

thebengalpost.in
গাঙ্গেয় কাছিম :