দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত আলিপুরদুয়ারের সাংসদ খগেন। হেনস্থার শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে হামলার ঘটনা ঘটে। ইঁট-পাথরের ঢিলে গাড়ির কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। রক্তাক্ত হন খগেন। তাঁর মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।