দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: এখন থেকে আর বালি খাদান নিলাম করতে পারবেন না জেলাশাসক বা জেলার ভূমি সংস্কার আধিকারিক (অতিরিক্ত জেলাশাসক)। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বালি খাদান, মোরাম খাদান, পাথর খাদানের নিলামের বিষয়টি দেখবেন। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জেলার বৈধ বালি ব্যবসায়ীরা।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ীদের সাংবাদিক বৈঠক (ফাইল ছবি) :

এই প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ইতিমধ্যে “ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন” এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন জেলাশাসক পি মোহন গান্ধী (আই এ এস)-কে। অপরদিকে, চলতি মাসের প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ বালি খাদান গুলিতে ধারাবাহিক অভিযান চালানো শুরু করে পুলিশ। প্রচুর বালি বোঝাই গাড়ি, বালি তোলার জেসিবি মেশিন আটক করা হয়। গ্রেপ্তার করা হয় ৪৮ জনকে। মামলা দায়ের করা হয়েছে ৬৩ জনের বিরুদ্ধে। এই তালিকায় অনেক বৈধ বালি ব্যবসায়ী ছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন, রাজেশ চক্রবর্তী সহ জেলার বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ী। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণায় তাঁদের মতো বহু বৈধ বালি ব্যবসায়ীদের নৈতিক জয় হয়েছে।