দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: রাজ্যের ৪৫ জন ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) এবং স্বাস্থ্য আধিকারিক (MO) এর পদন্নতির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য ভবন। এই তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জন, পূর্ব মেদিনীপুর জেলার ১ জন এবং ঝাড়গ্রাম জেলার ৩ জন ব্লক স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন তাঁরা ছিলেন, Basic Public Health Cum Administrative Officers (প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক), প্রোমোশনের পর হলেন- Public Health Cum Administrative Officers (স্বাস্থ্য আধিকারিক)। এরপর তাঁরা, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) বা জেলা যক্ষ্মা নিয়ন্ত্রক অফিসার (TB Officer) বা জেলা কুষ্ঠ নিয়ন্ত্রক অফিসার (Leprosy Officer) পদমর্যাদা’র আধিকারিক হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, গত সেপ্টেম্বর (২০২১) মাসে প্রোমোশনের ইন্টারভিউ হওয়ার পর রাজ্যের মোট ৪৫ জন BMOH এবং MO এর পদোন্নতি হয়েছে।‌‌‌‌

thebengalpost.net
শালবনী গ্রামীণ হাসপাতাল (শালবনী, পশ্চিম মেদিনীপুর :

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর BMOH ডাঃ মনোজিৎ বিশ্বাস (২৫), কেশপুরের BMOH ডাঃ বিদ্যুৎ পাতর (৩১) এবং ঘাটালের বিদ্যাসাগর BPHC এর BMOH ডাঃ অভিষেক মিদ্যা (৩৯)’র পদোন্নতি হচ্ছে। ঝাড়গ্রামের যথাক্রমে- বেলপাহাড়ি (ডাঃ উত্তম মান্ডি), চিল্কিগড় (ডাঃ অভিরূপ সিং) ও বিনপুরের BMOH (ডাঃ রাজর্ষি সেনগুপ্ত) এর পদোন্নতি হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত বড়রাঙ্কুয়া (সুশ্রী বা কায়াকল্পতে এই বছরের সেরা)’র BMOH (ডাঃ মানস কুমার মন্ডল) এর পদোন্নতি হচ্ছে। তবে, এই মুহূর্তে যেহেতু তাঁরা তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাই উচ্চ পদে হয়তো এখনই পোস্টিং দেওয়া হবেনা! যদিও, বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর (২০২১) মাস থেকেই তাঁরা পদোন্নতির সমস্ত সুবিধা ভোগ করবেন।

thebengalpost.net
বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল, সুশ্রী-তে এবারের সেরা (নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর) :