thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের মাঠে:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: এশিয়ার কৃষ্ণসার জাতীয় বা অ্যান্টিলোপ শ্রেণীর সবচেয়ে বৃহদাকৃতি’র প্রাণী (Largest Antelope of Asia) হল- নীলগাই। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দেখা মিলল সেই নীলগাই এর। ধান ক্ষেতের মাঝে এই নীলগাই-কে দৌড়ে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো! কিন্তু, কোথা থেকে এই এলাকায় এলো নীলগাই? ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। পশ্চিমবঙ্গ, আসাম, মালাবার উপকূল ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলো বাদে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের মাঠে:

মূলত, ছোট ছোট পাহাড় আর ঝোপ-জঙ্গলপূর্ণ মাঠে চরে বেড়াতে ভালবাসে নীলগাই। ঘন বন এড়িয়ে চলে। এদিন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুর এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে কৃষকেরা দেখতে পান ঘোড়ার মত একটি প্রাণী ছুটে বেড়াচ্ছে। কিন্তু, প্রথমে এলাকার মানুষজন সেই ‘ঘোড়া’ ধরতে তৎপর হলেও; তার নাঙাল পায়নি। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। পরে এলাকার মানুষজন জানতে পারেন এটি এটি নীলগাই। সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেল নাগাদ চন্দ্রকোনা ও ঘাটাল লাগোয়া কুসমান এলাকার একটি জঙ্গলে নীলগাইটি রয়েছে বলে জানা যায়। বনদপ্তর সূত্রে খবর, খড়গপুরের হিজলির জঙ্গল থেকে এই নীলগাই-টি এসেছিল বলে মনে করা হচ্ছে। বনদপ্তরের তরফে নীলগাই-টি উদ্ধার করতে জোর তৎপরতা শুরু হয়েছে।

thebengalpost.net
নীলগাই (ছবি- গুগল):