দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৮ অক্টোবর: প্রায় ১৮ ঘন্টা পর খোঁজ মিলল ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা-র লেপার্ড (Leopard ????) বা চিতাবাঘটির! বনদপ্তর ও প্রশাসনকে গতকাল সন্ধ্যা থেকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে, দুই জেলায় হুলুস্থুল ফেলে দিয়ে, দেখা দিলেন ওই চিড়িয়াখানার ভেতরেই! দুপুর ১২ টা নাগাদ পার্ক বা চিড়িয়াখানা’র কর্মীরা ওই চিড়িয়াখানা বা ডিয়ার পার্কের মধ্যেই খুঁজে পেলেন বাঘ বাবাজিকে! ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তেমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে।

thebengalpost.net
এই চিতাটিই পালিয়ে গিয়েছিল গতকাল :

উল্লেখ্য যে, গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ নিজের খাঁচা থেকে কোনও রকমে বেরিয়ে যায় ওই লেপার্ড বা চিতাবাঘ-টি। সিসিটিভি ক্যামেরা থাকলেও তার খোঁজ পাওয়া যায়নি। গতকাল থেকেই গোটা ঝাড়গ্রাম, এমনকি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছিল। সতর্কতা জারি করা হয়েছিল বনদপ্তরের পক্ষ থেকে। অবশেষে তার খোঁজ মিলল চিড়িয়াখানার ভেতরেই এক কোনে একটি ঝোপের মধ্যে। স্বস্তি পেলেন ঝাড়গ্রাম বনদপ্তরের আধিকারিক থেকে পুরো ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকরা।