দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর:”আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, শুধু ভালো ছাত্র নয়; ভালো মানুষ তৈরি করুন। সে যেন সমস্ত দিক দিয়েই পারদর্শী হয়। আর, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলব, কাশ্মীরের মত একটা জায়গা থেকে যদি আমি IAS হতে পারি, তোমরাও (জঙ্গলমহলের ছেলেমেয়েরাও) পারবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও দক্ষ প্রশাসক (IAS, IPS) হওয়ার চেষ্টা করো। এখানকার SP (ধৃতিমান সরকার) একজন বাঙালি IPS। অতিরিক্ত জেলাশাসক ম্যাডাম (কুহুক ভূষণ) রাজস্থান থেকে IAS হয়েছেন। আমরা তোমাদের চোখের সামনেই রোল মডেল হিসেবে আছি। বাংলাতে মেধার অভাব নেই। এখান থেকে আরো বেশি বেশি আইএএস (IAS), আইপিএস (IPS) হওয়া দরকার।” মঙ্গলবার দুপুরে জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে ঠিক এভাবেই শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরী। তার আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম মেদিনীপুরের দুই ‘শিক্ষারত্ন’ প্রাপক যথাক্রমে- ড. রূপা দাশগুপ্ত এবং উত্তম কুমার মহান্তি-র হাতে সম্মাননা স্মারক, শাল, উপহার, আর্থিক অনুদান প্রভৃতি তুলে দেওয়া হয়।
রাজ্যের অন্যতম ‘সেরা স্কুল’ হিসেবে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুরের হাতেও তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি, নানা উপহার এবং আর্থিক অনুদান। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবার ‘শিক্ষারত্ন পুরস্কার- ২০২৩’ এ ভূষিত হলেন দুই শিক্ষক, যথাক্রমে- ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (Principal) ড. রূপা দাশগুপ্ত এবং গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতন (উচ্চ মাধ্যমিক)- এর প্রধান শিক্ষক উত্তম কুমার মহান্তি। এছাড়াও, রাজ্যের যে ১৩-টি স্কুলকে এবার ‘সেরা বিদ্যালয়’ হিসেবে বেছে নেওয়া হয়েছিল; সেই তালিকায় জায়গা করে নিয়েছে মেদিনীপুর শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর। এদিন, জেলা প্রশাসনের তরফে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শালবনী সহ জেলা জুড়েই শিক্ষক দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এদিন। শালবনীতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিডিও প্রণয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ।