দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ৮ আগস্ট: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে ক্রমেই জাল বিস্তার করছে কাফ সিরাপের অবৈধ কারবারীরা। বিভিন্ন সময়েই এই বিষয়ে অভিযোগ আসে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, বাঁকুড়া জেলা পুলিশ আনুমানিক দশ লক্ষ টাকার কোডেইন ফসফেট যুক্ত “ফেনসিডিল” ( কাশির সিরাপ) বাজেয়াপ্ত করলো। কোতুলপুর থানার জয়রামবাটি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কোতুলপুর থানার পুলিশ। ওই কাফ সিরাপ মাদক বা নেশা করার দ্রব্য কিংবা নিষিদ্ধ ড্রাগ হিসেবে পাচার করা হচ্ছিল বলেই পুলিশের কাছে খবর ছিল।

thebengalpost.in
বাজেয়াপ্ত ফেনসিডিল (ছবি সৌজন্যে- বাঁকুড়া জেলা পুলিশ) :

শনিবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুক্রবার রাতে একটি গোপন সূত্রের মাধ্যমে খবর আসে কোতুলপুর থানার জয়রামবাটি এলাকায় কয়েকজন ব্যক্তি বিপুলসংখ্যক কোডেইন ফসফেট যুক্ত ফেনসিডিল ( কাশির সিরাপ) অসৎ উদ্দেশ্যে হস্তান্তরের জন্য জমা করেছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই তথ্যের সত্যতা যাচাই করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়। কোতুলপুর থানার অভিযানে প্রায় ৫৮৫০-টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজার দর প্রায় দশ লক্ষ টাকা।” প্রসঙ্গত, এই ধরনের কাফ সিরাপের অনিয়ন্ত্রিত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, অবৈধ কারবারীরা এগুলিকে নেশার দ্রব্য বা মারাত্মক ড্রাগ হিসেবে ব্যবহার করে ও পাচার করে। এর দ্বারা মানুষ প্রথমে এর মাদক গুণে আসক্ত হয়ে পড়ে এবং পরে এর বিষক্রিয়ায় মানবশরীরে মারাত্মক প্রভাব পড়ে। সেজন্যই অবৈধভাবে এই সিরাপ মজুত করা ও পাচার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। মাদক পাচার আইনে দোষীদের গ্রেফতার করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে বলে জানা গেছে।