দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ সেপ্টেম্বর: গত ১৭ সেপ্টেম্বর টিকাকরণের পরিসংখ্যানে বিশ্বরেকর্ড তৈরি করলো ভারত! প্রধানমন্ত্রীর জন্মদিনেই দেশে টিকা পেয়েছেন আড়াই কোটিরও বেশি মানুষ। এর আগে একদিনে ২.৪৭ কোটি মানুষকে টিকা দিয়ে এই রেকর্ডের অধিকারী ছিলো চিন। এবার সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে গেলো ভারত। তবে, ব্যাপকহারে টিকাকরণ হলেও দেশে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। গতদিনের তুলনায় প্রায় ৩.৬৫ শতাংশ হারে বেড়েছে সংক্রমণ। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮১ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯।

thebengalpost.net
রাজ্যেও ফের করোনা-র বাড়বাড়ন্ত :

এদিকে, রাজ্যে অজানা জ্বরের সাথে সাথেই, গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭১৯। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪১। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬১ হাজার ১৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬৭ জন। গত একদিনে ৩৮ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২১ জন।