দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৬ সেপ্টেম্বর: এমনিতেই উৎসবের আবহে করোনার বাড়বাড়ন্ত যাতে না ঘটে সেই দিকে নজর রেখেছে স্বাস্থ্য মন্ত্রক। জোর দেওয়া হয়েছে টিকাকরণেও। তবে উৎসবের মরশুম যতোই এগিয়ে আসছে ততই স্বস্তি দিচ্ছে করোনার পরিসংখ্যান। যদিও, সামান্য বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩২৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৯ হাজার ৬১৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৯০। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬। গতদিনের চেয়ে এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৫ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার ৫২৭ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৬৮ লক্ষেরও বেশি মানুষ।

thebengalpost.net
বিজ্ঞাপন :

এদিকে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনা প্রতিরোধক পিল। ইতিমধ্যেই গবেষকরা ওই পিলের
ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করেছেন। জানা গিয়েছে যে, একটি মার্কিন সংস্থা “রিজব্যাক বায়োথার্পিউটিক্স” নামের অন্য একটি সংস্থার সাথে যৌথভাবে এই পিল তৈরি করছে। যার ফলে সাধারণ জ্বর হলে যেভাবে ওষুধ কিনে খাওয়া হয়, ঠিক তেমন ভাবেই করোনার ওষুধও বাজারে কিনতে পাওয়া যাবে। অক্টোবরের মধ্যেই ট্রায়ালের চূড়ান্ত ফলাফল জানা যাবে। তবে সংস্থার দাবি, চলতি বছরের শেষেই আপৎকালীন ব্যবহার শুরু হয়ে যাবে এই ওষুধের।

thebengalpost.net
বিজ্ঞাপন :

এদিকে, রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৬২। অন্যদিকে, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। শনিবার, এই সংখ্যাটা ছিলো ১১। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৮৩ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৪০ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৩ জন। এল মধ্যে, মেদিনীপুরে ১০ জন, খড়্গপুরে ৯ জন (রেলের ৪ জন‌ সহ) এবং ডেবরা, পিংলা, কেশপুর ও দাসপুরে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন।

thebengalpost.net
বিজ্ঞাপন :