দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ জুন: দেশের করোনা পরিসংখ্যানে সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৯৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন।আপাতত দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা হলো ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৯ লক্ষ ৬০ হাজার ৭৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন টিকা পেয়েছেন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

পাশাপাশি, করোনার দ্বিতীয় ঢেউয়ের মাত্রাতিরিক্ত সংক্রমণের পর রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫ জন। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১১৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত একদিনে ১৭৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :