দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ আগস্ট: গত একদিনে দেশে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হার। তবে স্বস্তি বাড়িয়ে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩৯ হাজার ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৮ হাজার ৬২৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৬১৭। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। শনিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার কম। এখনও পর্যন্ত দেশে ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন টিকা পেয়েছেন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭১৭। পাশাপাশি, গত একদিনে রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৫ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৩ হাজার ১২৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৯১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :