দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ সেপ্টেম্বর: দেশের করোনা চিত্রে একনাগাড়ে দৈনিক সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী থাকায় স্বস্তির আভাস মিলেছিল। এমনকি, গত মঙ্গলবার ২০১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নীচে। কিন্তু, গতকাল এবং আজ ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের হার! বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৮৭০। অর্থাৎ, বুধবারের তুলনায় সংখ্যাটা বেড়েছে প্রায় ৫ হাজার। উৎসবের মরশুমের আবহে করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফই বর্তমানে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৩৭৮। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ২০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৮৮ কোটিরও বেশি মানুষ।
এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭০৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। গত একদিনে রাজ্যে মোট ৪৩ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, বুধবার ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে গত ২ দিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ২৭ ও ১৮। মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, দাঁতন, ডেবরা, গোয়ালতোড়, ঘাটাল, কেশপুর, গড়বেতা সর্বত্র সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।